মুম্বই: বুধবার মুক্তি পেল পাঠান (Pathaan)। শাহরুখ খানের (Shah Rukh Khan) ভক্তরা রীতিমতো উৎসবের মেজাজে। দিনভর দেশের বেশিরভাগ শো-ই হাউজফুল। সিনে বিশেষজ্ঞরা বলছেন, বছরের প্রথম সুপারহিট হতে পারে শাহরুখ-দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ছবি।
আর সেই আবহে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে আড্ডা দিলেন শাহরুখ। যেখানে কিং খানকে সামলাতে হয় ক্রিকেট নিয়ে প্রশ্নও। ট্যুইটারে #আস্কএসআরকে-তে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শাহরুখ। সেখানে এক ভক্ত শাহরুখকে বলেন, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে একটা লাইন বলুন। শাহরুখ জবাবে লেখেন, 'রোহিত মানেই অনবদ্য। অসাধারণ। ওর সঙ্গে দারুণ কিছু ব্যক্তিগত মুহূর্তও কাটিয়েছি'।
প্রসঙ্গত, আইপিএলে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড মুম্বই ইন্ডিয়ান্সের। কেকেআরের পথে সবচেয়ে বড় কাঁটা মুম্বই। আর মুম্বইয়ের হয়ে কেকেআরের বিরুদ্ধে দারুণ কিছু ইনিংস রয়েছে রোহিতের। আইপিএলে মুম্বই ম্যাচকে বিশেষ গুরুত্ব দেন শাহরুখ। এমনকী, দলের ক্রিকেটারদের তিনি এমনও বলেছিলেন যে, মুম্বই শহর আমাকে বাদশা বলে পরিচিতি দিয়েছে। অন্তত এই ম্যাচটা তোমরা জেতো।
আইপিএলের প্রবল প্রতিপক্ষকে নিয়ে যদিও উচ্ছ্বসিত শাহরুখ। দরাজ গলায় প্রশংসা করেছেন মুম্বইয়ের তারকার। বিরাট কোহলির পর যিনি জাতীয় দলের নেতৃত্বের দায়িত্বে।
ভারতের হোয়াইটওয়াশ
প্রথম দুই ওয়ান ডে ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ 3rd ODI) আগেই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল (।Team India) নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও ৯০ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিল শতরান করলেও, গুরুত্বপূর্ণ সময়ে তিনটি উইকেট নেওয়ায় শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) ম্যাচ সেরা ঘোষণা করা হয়েছে। দুরন্ত স্পেলে ভারতকে ম্যাচ জেতানো শার্দুলের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রোহিত। প্রয়োজনের সময় ব্যাট হোক বা বল, বারংবার পারফর্ম করার দক্ষতার জন্যই শার্দুলকে তাঁর সতীর্থরা 'জাদুকর' নামও দিয়েছেন।
জাদুকর শার্দুল
ম্যাচ শেষে রোহিত বলেন, 'চাপের মুখেও আমরা নিজেদের পরিকল্পনামাফিক ভাল বল করেছি। শার্দুল বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করছে। সতীর্থরা ওকে জাদুকর বলে এবং আবারও ও প্রয়োজনের সময় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে। ওর আরও কয়েকটি ম্যাচ খেলার প্রয়োজন। শেষ ছয়টি ম্যাচে আমরা দারুণ খেলেছি। ৫০ ওভারের ম্যাচে এটাই দরকার। আমরা ধারাবাহিক খেলেছি।'
আরও পড়ুন: বর্ষসেরা ওয়ান ডে দলে ভারতের শ্রেয়স, সিরাজ