কলকাতা: আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে (R G Kar Protest) এবার পথে নামলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবীরা। সুবিচার চেয়ে রাজপথে হাঁটলেন, রাজ্য়ের প্রাক্তন অ্য়াডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র, জয়ন্ত মিত্র, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্য়ায়রা।


পথে নামলেন আইনজীবীরা: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদে সোমবার পথে নামলেন আইনজীবীরা। প্রতিদিন বিচারের জন্য এজলাসে সওয়াল করেন যাঁরা। তাঁরাই বিচার চেয়ে নামলেন পথে। মিছিলে হাঁটলেন তিন প্রাক্তন অ্য়াডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র, জয়ন্ত মিত্র, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্য়ায়। প্রাক্তন অ্য়াডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলেন, "এই যে ঘটনা আর জি কর মেডিক্য়াল কলেজে ঘটেছে, কোনও সভ্য় দেশে এই ঘটনা ঘটে না এবং পশ্চিম বাংলায় একসময়ে যেটা ছিল সাংস্কৃতিক এবং সভ্য়তার একটা জায়গা, সেই জায়গায় আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনা ঘটছে। এটা সমগ্র বাঙালি সমাজের জন্য় লজ্জার।''

গতকালের মিছিলে স্লোগান দিতে দেখা যায় আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়কে। একই সারিতে হাঁটতে দেখা যায় আইনজীবী ফিরদৌস শামিম, ঋজু ঘোষাল ও তরুণজ্যোতি তিওয়ারিকেও। কিন্তু মিছিল শেষ হতেই বচসায় জড়ান তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় ও সিপিএম নেতা সায়ন বন্দ্য়োপাধ্য়ায়। এদিকে আর জি কর মেডিক্য়াল কলেজের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানি হবে। আরজিকর মেডিক্যালে খুন-ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার, মিছিল করেন আলিপুর কোর্টের আইনজীবীরাও।


ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্য়ের সরকারি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোয় গলদের অভিযোগ প্রকট থেকে প্রকটতর হচ্ছে। প্রশ্ন উঠেছে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও। এই পরিস্থিতিতে গতকাল স্বাস্থ্যসচিবের সঙ্গে রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের একটি বৈঠক হয়। কোন মেডিক্যাল কলেজে কত সংখ্যক CC ক্যামেরা রয়েছে, কল ডিউটি রুমগুলির কী অবস্থা, প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত কিনা, স্টাফদের জন্য কত সংখ্যক শৌচালয় রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্যসচিব।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar Protest:'লজ্জা করে না? আজ প্রতিবাদ করছেন?' সিপিএমকে নিশানা বেচারাম মান্নার