অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বৃহস্পতিবার সকাল সকাল কলকাতা মেট্রোয় (Kolkata Metro) সমস্যার সৃষ্টি হল। গিরিশ পার্ক (Girish Park) স্টেশনের কাছে মেট্রোর লাইনে দেখা গেল ফাটল। দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ করা হয়েচে মেট্রো চলাচল। সঙ্গে সঙ্গে শুরু হয়েছে লাইন পরীক্ষার কাজ। সেই কাজ এখনও চলছে।


কিন্তু কেন লাইনে ফাটল? প্রাথমিক তদন্তের পর মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাপমাত্রার তারতম্যের জন্য লাইনে সমস্যা হচ্ছে। অফিস টাইমে  এমন ভোগান্তির শিকার মেট্রো যাত্রীরা। 


 







মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব পরিষেবা পুনরায় চালু করার চেষ্টা চলছে। খবর অনুযায়ী, এদিন মোটরম্যান যখন গিরিশ পার্ক মেট্রো স্টেশনে পৌঁছন তখনই রেললাইনে ফাটল দেখতে পান। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে সমস্যা মেটানোর চেষ্টা শুরু হয়। এখনও লাইন পরীক্ষা ও মেরামতির কাজ সম্পূর্ণ সম্পন্ন হয়নি বলেই জানা যাচ্ছে। যদিও গিরিশ পার্ক ও নিউ গড়িয়ার মাঝে মেট্রোর পরিষেবা অব্যাহত রয়েছে। 


আরও পড়ুন: Kolkata Police: সাইবার প্রতারণা মোকাবিলায় পুলিশকর্মীদের প্রশিক্ষণ লালবাজারে


অন্যদিকে গত ৩১ জানুয়ারি জানানো হয় মেট্রোয় টোকেন পরিষেবা (Token Service) ফের চালু হওয়ার কথা। ১ ফেব্রুয়ারি থেকে ফের টোকেন চালু হল মেট্রোয়(Kolkata Metro)। করোনা সংক্রমণ (Covid Case) বৃদ্ধি পাওয়ার কারণে বন্ধ ছিল টোকেন পরিষেবা। 


করোনাকালে বিধিনিষেধে ছাড়ের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার (West Bengal Government)। ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে নয়া নিয়ম। বিধিনিষেধ শিথিল হতেই টোকেন চালু করার কথা ঘোষণা করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এর আগে ৩ জানুয়ারি থেকে টোকেন পরিষেবা বন্ধ ছিল কলকাতা মেট্রোয়। যাতায়াত করতে হয়েছে স্মার্টকার্ডেই। করোনার প্রকোপ কমতেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ফের মেট্রোয় টোকেন পরিষেবা চালু করে কর্তৃপক্ষ। পাশাপাশি স্মার্টকার্ডেও করা যাচ্ছে যাতায়াত।