হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :  ইদানীং কালের মধ্যে এমন দুর্যোগের ছবি বোধ হয় দেখেনি এ শহর। রাতভর বৃষ্টিতে কার্যত ভাসছে শহর। তীব্র গতিতে বইছে জলের স্রোত। এরই মধ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটল শহরে। নেতাজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটল। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। কালিকাপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তাছাড়া বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুরেও ঘটে গিয়েছে একইরকম মর্মান্তিক ঘটনা। কোনও কোনও ক্ষেত্রে দেহ উদ্ধারও করা যাচ্ছে না জল জমে থাকার কারণে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

Continues below advertisement

৭ জনের মৃত্যু 

শেষ পাওয়া খবর অনুসারে, উৎসবের শহরে দুর্যোগে দুর্বিপাকে ৭ জনের মৃত্যু ঘটেছে।  জলমগ্ন কলকাতায় পথে পথে মৃত্যুফাঁদ পাতা যেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল ৭ জনের। জলমগ্ন নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। স্থানীয় সূত্রে খবর, জলমগ্ন রাস্তায় ব্যালান্স হারিয়ে বাতিস্তম্ভে হাত দিয়েছিলেন সাইকেল আরোহী বাবু কুণ্ডু । তখনই ঘটে যায় অঘটন। বেনিয়াপুকুরে চিত্তরঞ্জন হাসপাতালের কাছে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। কালিকাপুর ক্রসিংয়ের কাছে বছর পঞ্চান্নর এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। মোমিনপুরে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে মৃত্যু হয়েছে জিতেন্দর সিং নামে এক প্রৌঢ়ের। অন্যদিকে, হরিদেবপুরের একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যুর খবর মিলেছে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

Continues below advertisement

দেহ পড়ে রাস্তাতেই

নেতাজিনগরেই সাইকেল আরোহীর মৃত্যু হওয়ার পর রাস্তায় জমা জলের ওপরেই পড়ে রয়েছে দেহ। শর্ট সার্কিট হয়ে থাকায় দমকলও ঢুকতে পারছে না। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য CESC-কে খবর দেওয়া হয়েছে। দিকে দিকে খোলা মিটার বক্স আতঙ্ক বাড়াচ্ছে। ল্যাম্পপোস্ট থেকে ছেঁড়া তার যেন মৃত্যুফাঁদ! কোথায় কার জন্য কী অপেক্ষা করছে জানা নেই। আতঙ্কে শহর। এমন দুর্যোগ সুদৃর অতীতেও দেখেনি এ শহর। 

দিকে দিকে ভাসছে মহানগর

রাতভর টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! জলবন্দি গোটা শহর। রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা, সল্টলেক, হাওড়া এবং লাগোয়া এলাকা বানভাসি পরিস্থিতি। নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে ভোগান্তি চরমে উঠেছে। কলকাতা এবং শহরতলির নীচু এলাকাগুলিতেও জল জমেছে। পাশাপাশি কলকাতার অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে পড়ায় যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। বহু জায়গায় লাইনে জল দাঁড়িয়ে পড়ায় একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত।