কলকাতা: দেশজুড়ে লাগু জিএসটি। নতুন হারে জিএসটি কার্যকর হলেও দাম কমেনি নিত্যপ্রয়োজনীয় জিনিসের। বাজারে নতুন জিএসটির হার নিয়ে ধোঁয়াশা। এদিকে আজ কেন্দ্রকে জোর নিশানা করেছেন মমতা ও অভিষেক। ঠিক এমনই এক পরিস্থিতিতে পাল্টা তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, প্রাইমারি স্কুলের শিক্ষকদের TET পাস বাধ্যতামূলক, কতদিনের মধ্যে তাও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
দেশজুড়ে লাগু GST, কৃতিত্ব কার? কী বলছেন বিরোধী দলনেতা ?
সোমবার থেকে কার্যকর হল নতুন হারে GST। কিন্তু এর কৃতিত্ব কার? নরেন্দ্র মোদির না রাজ্য় সরকারগুলির? না কি উভয় পক্ষেরই? এই নিয়ে টানাপোড়েন চলছেই। এহেন সময় পুজো উদ্বোধনে গিয়ে কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এদিন, জিএসটি ইস্যুতে মমতা কারও নাম না নিয়েই বলেন, 'সব টাকাটা গেছে রাজ্য় সরকারের কোষাগার থেকে, কৃতিত্ব নিচ্ছে একজন!' এহেন পরিস্থিতিতে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন,' ...হরিদাস পাল। নরেন্দ্র মোদি করেছেন। মোদিজি করেছেন। গোটা দেশ তাঁর কাছে কৃতজ্ঞ। দুর্গাপুজোয় এবং নবরাত্রিতে ভারতবাসীকে গিফট দিয়েছেন।'
জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে, সেন্ট্রাল গভমেন্টের কোনও ক্রেডিট নেই : মমতা
এদিন মমতা বলেন, 'জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে, সেন্ট্রাল গভমেন্টের কোনও ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে। ইন্সুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। আপনারা আগে দেখেছেন, জিরেতে জিএসটি ছিল। হিরেতে নয়। এবং অনেক জীবনদায়ী ওষুধ, এবং ছোট্ট ছোট্ট জিনিস...এবং আপনারা জানেন, কেন্দ্রীয় সরকারের এক পয়সাও এর জন্য খরচ হয়নি। সব টাকাটা গিয়েছে রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্রেডিট নিচ্ছে একজন, আর আত্মনির্ভরতার কথা বলছেন, টাকা দেবেন তো ? এটা হয়েছে, আমি খুশি। মানুষ সুযোগ পাচ্ছে। কিন্তু করেছি আমরা। কারণ আমার বাংলার মানুষদের জন্য, বাংলা থেকে বিশহাজার কোটি টাকার রেভিনিউ লস হবে। যারা প্রচার করছেন, টাকা দেবেন তো বাংলাকে। ১০০ দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। রাস্তার টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। আবার বিশ হাজার কোটি টাকার রেভিনিউ লস হয়ে গেল। সংসারটা চালাবো কোথা থেকে ? কিন্তু তা সত্ত্বেও আমি খুশি, মানুষ এই সুযোগ পাচ্ছে। কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনও কৃতীত্ব নেই।''নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে..' ! জিএসটি ইস্যুতে আজ কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।