ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কলকাতার রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি। ইমেল পাঠিয়ে রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি বলে খবর এসেছে। রাজভবনের পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় নাশকতা ঘটানোর হুমকি। তদন্তে নেমেছে লালবাজার। তবে এই হুমকি ঘিরে কার্যতই তোলপাড় পড়ে গিয়েছে। চরম তৎপরতা প্রশাসনের অন্দরে। শুরু হয়েছে তদন্ত। (Raj Bhavan Threat Mail) বিষয়টিসামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে শহর জুড়ে।


মঙ্গলবার দুপুরে রাজভবন-সহ বিভিন্ন সরকারি দফতরে ইমেল মারফত ওই হুমকি আসে। ইতিউতি বিস্ফোরক রাখা আছে, বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়। রাজভবনের তরফে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়, জানানো হয় পুলিশকে। জানা যায়,  আরও বেশ কিছু বেসরকারি দফতরে ওই হুমকি এসেছে বলে। (Kolkata News)


কিছুদিন আগে কলকাতা বিমানবন্দরেও একই রকমের হুমকিবার্তা এসেছিল। দুই হুমকি-চিঠির মধ্যে কোনও যোগ আছে কি না, খতিয়ে দেখছেন লালবাজারের বিশেষ টাস্ক ফোর্সের আধিকারিকরা। কে বা কারা ইমেল পাঠিয়েছে, তা খুঁজে বের করতে IP অ্যাড্রেস বের করার চেষ্টা চলছে। যে যে জায়গায় হুমকি এসেছে, সেখানে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে লালবাজার।


আরও পড়ুন: West Bengal Weather News: আর ৪ দিনের কষ্ট ! তারপরই বৃষ্টি , প্রথমেই ভিজবে এই ৩ জেলা, জানিয়ে দিল আবহাওয়া অফিস


রাজভবন এবং বিভিন্ন দফতরে যে হুমকি-চিঠি এসেছে, তা একটি মাত্র ইমেল অ্যাড্রেস থেকেই এসেছে বলে খবর মিলেছে লালবাজার সূত্রে। তাই IP অ্যাড্রেস বের করার কাজ শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়ার একটি দফতরেও হুমকি-চিঠি গিয়েছে বলে জানা গিয়েছে। সরেজমিনে তল্লাশি অভিযানও চলছে পাশাপাশি। উদ্বেগ ছড়িয়েছে গোটা বিষয়টিকে ঘিরে। 


এই প্রথম এমন হুমকি চিঠি এল না। কিছু দিন আগেই কলকাতা বিমানবন্দর এবং দেশের অন্য বিমানবন্দরেও একই রকম হুমকি-চিঠি এসেছিল। তাই লালবাজারের তরফে খোঁজ খবর নেওয়া হচ্ছে বিশদে। সেই হুমকি-চিঠি যাঁরা পাঠিয়েছিলেন, এবারও তাঁরাই পাঠিয়েছেন কি না দেখা হচ্ছে। প্রশাসনের অন্দরে চরম তৎপরতা এই মুহূর্তে। 


সম্প্রতিই কলকাতায় রেকি করে যাওয়া ২৬/১১ মুম্বই হামলার জঙ্গি রাজারাম রেগে গ্রেফতার হন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নিশানায় ছিলেন বলে জানা গিয়েছে। রাজারাম অভিষেককে খুনের ছক কষছিলেন বলে দাবি পুলিশের। তার পরই এই হুমকি-চিঠি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।