ঝিলম করঞ্জাই, কলকাতা :  রাজ্যে রোজই রেকর্ড ভাঙছে গরম। তাপমাত্রা রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে।   অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা আরো তিনদিন। উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর বলছে সোমবারই ছিল মরশুমের উষ্ণতম দিন। দুপুর আড়াইটেতে কলকাতার তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ! শহরের উষ্ণতম দিনে বৃষ্টির খবর দিল আবহাওয়া দফততর। 



 দক্ষিণবঙ্গে কবে কোথায় বৃষ্টি 


আশার কথা একটাই, আগামী শনিবার থেকেই  বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকবে এ বঙ্গে। তার জেরে অবশেষে চাতক-রাজ্যকে শান্ত করতে নামবে রবিবাসরীয় বৃষ্টি। টিপটিম, রিমঝিম নয়, একেবারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।  এই তিন জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে বলে অনুমান আবহবিদদের।


তবে আবহাওয়া দফতর জানাচ্ছে,কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আরো চার/পাঁচ দিন তাপপ্রবাহ চলবে। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়া এই আট জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার আশঙ্কা রয়েছে। কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু এর পরিস্থিতি বাকি সময়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। 


উত্তরবঙ্গে আজই বৃষ্টি  


আজ পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে থাকবে। দার্জিলিং ও কালিম্পঙ্গে হালকা বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব রয়েছে। নিচের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে পাহাড় সংলগ্ন তিন জেলায়। সবমিলিয়ে উত্তরবঙ্গের ছয় জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে । এর মধ্যে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে তাপপ্রবাহ চলবে। মালদা ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায় চরম তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। 



আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। একই সঙ্গে জলপাইগুড়িতে গরম ও অস্বস্তিও থাকবে।  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।