কলকাতা: পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। কাল বিকাল সাড়ে চারটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এ নিয়ে এবার চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করে হুঁশিয়ারি মদন মিত্রের।

  



মদন মিত্র বলেন, 'জুনিয়র চিকিৎসকরা বলছেন পুজোর আগে পঞ্চমীতে মহামিছিল করবেন। এটা ভাবছেন না যে এই মিছিলের ফলে অ্যাম্বুলেন্স যেতে পারবে না। ট্র্যাফিক জ্যামে হাজার হাজার রোগী-পরিজনেরা অসহায় অবস্থায় পড়তে পারেন। এখন চিকিৎসকরাই যদি স্ট্রাইক করেন, তাতে আরও সমস্যা বাড়বে। চিকিৎসকরা বিচার চেয়ে লড়াই করছেন, বিচার আমরাও চাই। মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকা দরকার। দুর্গাপুজোয় দুর্গা-মাকে অস্বীকার করে মানবতার পুজো করা যায় না। বিচারের জন্য অপেক্ষা করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে ধরা হয়েছিল। আমি এই অনশনের বিরোধীতা করছি'। 


এরপরই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কিছুটা হুঁশিয়ারির সুর শোনা যায় মদন মিত্রের গলায়। কামারহাটির বিধায়ক বলেন, 'চিকিৎসকরা এখন এসবের ফায়দা তুলছে। ওদের আধার কার্ড থাকলে, আমারও আধার কার্ড আছে। ওদের যেমন ডিগ্রি আছে আমারও আছে। ওদের যেমন ডাক্তার বলে বাজারে চলতি আছে, আমাদেরও আছে। আমাদেরও মানুষ নমস্কার করে। এই নয় যে আমরা হনুলুলু থেকে উঠে এসেছি'। 


ধর্মতলার অনশন মঞ্চে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ২ জন জুনিয়র ডাক্তার অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি, পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার বিকাল সাড়ে চারটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হল। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্সরাও এতে অংশ নেবেন।


আরও পড়ুন, 'বিচার চাই, না পেলে প্রতিবাদ আরও বাড়বে', বিদেশ থেকে ডাক্তারদের অনশনমঞ্চে এসে প্রতিক্রিয়া প্রবাসীদের


এদিনই, ধর্মতলায় জুনিয়রদের সঙ্গে ২৪ ঘণ্টার জন্য প্রতীকী অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। ৬ জন সিনিয়র চিকিৎসকের পাশাপাশি ৪ জন সাধারণ মানুষও প্রতীকী অনশনে বসেছেন। স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশপাশি দুটি LED স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে