কলকাতা: তিনি টলিউডের প্রথম সারির তারকা চিত্র পরিচালক (Film Director)। পুজোর আবহে তাঁর তৈরি সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন আপামর বাঙালি সিনেপ্রেমীরা। এবারেও তার অন্যথা হবে না। যদিও এবার তাঁর ছবিতে 'ডবল ধামাকা'। একে তাঁর পরিচালনা, তার ওপর তারকা দেবের (Dev) অভিনয়। হ্যাঁ, তিনি সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। আপাতত যিনি ব্যস্ত 'টেক্কা'র (Tekka) প্রচারে। তবে তারই মাঝে খানিক ফিরে দেখা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তাঁর শেষ ছবি 'পদাতিক' (Padatik)। সোশ্যাল মিডিয়া পোস্টে উচ্ছ্বাস প্রকাশ পরিচালকের, কারণ তাঁর 'পদাতিক' ছবির  প্রশংসায় পঞ্চমুখ সঙ্গীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)। কী লিখলেন শিল্পী? সৃজিতই বা কীভাবে জানালেন কৃতজ্ঞতা?


'পদাতিক' দেখার আবেদন কবীর সুমনের, উচ্ছ্বসিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়


আজই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতেই 'পদাতিক' দেখে নিজের মনের কথা শেয়ার করেছেন কবীর সুমন। যাঁর কথায়, যাঁর গানে আজও মোহমুগ্ধ আট থেকে আশি। তিনি লেখেন, 'সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিটি দেখুন, দেখো সকলে। সময়ের দিব্যি সৃজিত নির্মিত মৃণাল সেনের বায়োপিক দেখুন, দেখো সকলে। গতকাল দক্ষিণ কলকাতার রাধা ফিল্ম থিয়েটারে রাকার হাত ধরে দেখে এলাম। লাঠি ছাড়া চলি না। রাকা বললেন, আমি আছি তো, লাঠি কেন? সৃজিতের পদাতিক দেখতে দেখতে কান্না চাপতে হয়েছে কয়েক বার। পাশেই রাকা। ওর গন্ধ আমার চেনা। ছবিটা দেখতে দেখতে ক্রমশ রাকার শরীর থেকে পদাতিকের গন্ধ পেতে শুরু করলাম। রাকার হাত ধরে রাধা থেকে বেরিয়েই বুঝলাম সৃজিতের ছবিটা আমায় একটু পালটে দিয়েছে। আগের আমিটা নেই। অল্প একটু পালটে যান, যাও। সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক দেখুন, দেখো সকলে। কবীর সুমন, ৬.১০.২৪।'


এই পোস্ট শেয়ার করে সৃজিত লেখেন, 'কোনও পরিচালকের থেকেও বেশি, কবীর সুমনের অ্যালবাম 'তোমাকে চাই' আমাকে চাকরি ছেড়ে নিজের স্বপ্নের পিছনে ছুটতে ও নিজের মতো করে সিনেমা তৈরিতে অনুপ্রাণিত করে। এই কথাগুলো পেয়ে আমার জীবনের বৃত্ত সম্পূর্ণ হল।'


 



আরও পড়ুন: Bollywood Update: রাস্কিন বন্ডের গল্প অবলম্বনে সিনেমার মুখ্য চরিত্রে বিক্রান্ত, বিপরীতে ডেবিউ এই তারকা সন্তানের


গত ১৫ অগাস্ট মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক', যা কিংবদন্তি চিত্রনির্মাতা মৃণাল সেনের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়কে রুপোলি পর্দায় তুলে ধরেছে। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।