সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনে সুবিচারের দাবি করে রাজ্য সরকারের অনুদান ফেরাল আরও একটি পুজো কমিটি। 'মেয়ের বিচার চাই', পুজো অনুদান প্রত্যাখ্যান আরও একটি ক্লাবের। 


পুজো অনুদান প্রত্যাখ্যান উত্তরপাড়ার 'আপনাদের দুর্গাপূজা' বারোয়ারির। শক্তি সঙ্ঘ, হাইল্যান্ড পার্ক উৎসব কমিটির পর উত্তরপাড়ার 'আপনাদের দুর্গাপূজা' বারোয়ারি। রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে প্রতিবাদে আরও একটি পুজো কমিটি। 


উত্তরপাড়া জয়কৃষ্ণ স্ট্রিটের 'আপনাদের দুর্গাপুজো' বারোয়ারী অনুদান নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সভা ডেকে বারোয়ারীর সভ্যরা সহমত হন। আর জি কর- চিকিৎসকে যে ভাবে নির্যাতন করে মারা হয়েছে তার প্রতিবাদে শুধু সরকারি অনুদান প্রত্যাখ্যানই নয় এবছর পূজোর জাঁক জমক কমিয়ে দিচ্ছেন তারা, এমনটাই জানিয়েছেন।


বারোয়ারীর সদস্য প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন, 'আরজি করে চিকিৎসকের হত্যাকারীদের শাস্তি চাই। রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্বে প্রতিবাদ চলছে আর জি করেরএই ন্যক্কারজনক ঘটনার। আমরা চুপ করে বসে থাকি কী করে? আমরাও প্রতিবাদ জানালাম অনুদান প্রত্যাখ্যান করে। দেখি না কী হয়।' 


 
বারোয়ারীর অপর সদস্য সীমা চট্টোপাধ্যায় বলেন, "ওই চিকিৎসকের বয়সী আমার মেয়ে আছে।এই জঘন্য ঘটনার প্রতিবাদ নানা স্তরে হচ্ছে। আমরাও বিচার চাই। আমি গর্বিত আমাদের পুজো কমিটি এই সিদ্ধান্ত নিতে পেরেছে যে পুজো অনুদান নেব না। পুজোর এবার ৮০ বছর। সরকারি অনুদান ৮৫ হাজার টাকা না নিয়েই তারা পুজো করবেন বলে জানিয়েছেন। 


আরও পড়ুন, মেয়ের বিচারের দাবিতে মায়ের পুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান, শহরের এই পুজো কমিটির বড় সিদ্ধান্ত


উল্লেখ্য, আর জি করের ঘটনার পর উত্তরপাড়ারই শক্তি সংঘ ক্লাব জানিয়েছিল তারা পুজো অনুদান নেবে না। এবার উত্তরপাড়াই আরেক বারোয়ারী লিখিত ভাবে হুগলি জেলা শাসককে জানিয়া দিল তাঁরা অনুদান প্রত্যাখ্যান করছে।


এদিকে, মেয়ের বিচারের দাবিতে মায়ের পুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে  হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি। আর জি কর মেডিক্যালে নারকীয় ঘটনার প্রতিবাদে এবার সেই সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি। অনুদানের টাকা খরচ হোক নারী-সুরক্ষায়, এমনই দাবি তাঁদের।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে