সঞ্চয়ন মিত্র, কলকাতা : শহরে অ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভ (App Cab Drivers' Agitation)। বিক্ষোভে অবরুদ্ধ রাসবিহারী মোড় (Rasbehari More)। ভাড়াবৃদ্ধি, কমিশন কমানো-সহ একাধিক দাবিতে অ্যাপ ক্যাব চালকদের সিটু (CITU) প্রভাবিত সংগঠনের বিক্ষোভ। ৯০ শতাংশ চালক গাড়ি চালাচ্ছেন না বলে দাবি সংগঠনের।
মূলত তিনটি দাবি তাঁরা রাখছেন। তার মধ্যে সবচেয়ে বড় দাবি কমিশন কমানো। ভাড়া বাড়ানোর কথাও বলেছেন তাঁরা। এর পাশাপাশি চালকদের উপর যেসব কেস রয়েছে তা তুলে নেওয়ার দাবিতে আজ মিছিল বের করেন চালকরা। রাসবিহারী থেকে মিছিল শুরু হয়েছে। চেতলার দিকে যাচ্ছে মিছিল। এর মধ্যে বেশ কয়েকজন চালক নিজেদের দাবিতে রাসবিহারী মোড়ে বসে পড়েন।
এই যাত্রাপথে বেশ কিছু অ্যাপ ক্যাবের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে পুলিশ। তাদের বিভিন্নভাবে নিরস্ত্র করার চেষ্টা করে পুলিশ। এরপর চেতলার অ্যাপ ক্যাবের অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো ও ডেপুটেশন কর্মসূচি রয়েছে তাঁদের।
বিক্ষোভ আগেও-
এর আগে গত বছর নভেম্বর মাসে বিক্ষোভ দেখিয়েছিলেন অ্য়াপ ক্যাব চালকরা। কোনও অভিযোগ উঠলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে চালকের বিরুদ্ধে। এই অভিযোগে এবং চালকদের কথা বলার মতো অফিস তৈরির দাবিতে, স্টেট ট্রান্সপোর্ট অথিরিটি অফিসে বিক্ষোভ (Agitation) দেখায় ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড (WestBengal Online Cab Operators Guild)।
পুলিশ কেস বা যাত্রীর অভিযোগ, যাই হোক না কেন, একতরফাভাবে শাস্তির মুখে পড়তে হচ্ছে অ্যাপ নির্ভর ক্যাব চালকদের। তাঁদের কথা বলার মতো কোনও জায়গা নেই। এমনই অভিযোগ জানায় ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড। অ্যাপ ক্যাব চালকদের কথা বলার মতো অফিস তৈরির দাবিতে, গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে স্টেট ট্রান্সপোর্ট অথিরিটি বা STA অফিসে বিক্ষোভ দেখান গিল্ডের সদস্যরা। দেন ডেপুটেশন।
এপ্রসঙ্গে উল্লেখ্য, এবার থেকে ৯০ দিন আগেই উবেরের মাধ্যমে ক্যাব বুক করা যাবে। একটি ব্লগপোস্টে উবের কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বত্র গ্রাহকদের স্বাভাবিক সাবলীল পরিষেবা দেওয়াই তাদের সংস্থার লক্ষ্য। আর সেই জন্যই এবার ৯০ দিন আগে থেকে ক্যাব বুকিংয়ের সুযোগ দেওয়া হবে। অতএব বিমানবন্দরে খুবই ব্যস্ত সময়ে নামলেও আর অসুবিধা নেই। প্রায় তিনমাস আগে থেকেই ক্যাব বুক করে রাখা যাবে।
আরও পড়ুন ; তিনমাস আগে থেকে বুক করা যাবে ক্যাব, গ্রাহকদের সুবিধায় উবেরের নতুন পরিষেবা