সৌভিক মজুমদার ও সন্দীপ সরকার, কলকাতা:: রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস! আদালত ঘুরে আনতে হল আগামীকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের অনুমতি পত্র। উদ্যোক্তাদের অভিযোগ, সময় মতো সব নিয়ম মেনে অনুষ্ঠানের জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হলেও, NOC দিচ্ছিল না তাঁরা। এবিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই, কাটল জট।

Continues below advertisement

আরও পড়ুন, 'তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবলপ্রেমী রাজ্যকে..', যুবভারতীকাণ্ডে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর 

Continues below advertisement

 পুলিশের কাছে আবেদন করা হলেও, NOC-তে 'না', রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস !

কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে RSS-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে সেমিনার।তার অনুমতি আনতেও আদালতের দ্বারস্থ হতে হল উদ্যোক্তাদের।শনিবার রাতের শুনানিতে খুলল জট।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অভিযোগ, সময়মতো সব নিয়ম মেনে কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়।কিন্তু, NOC দিচ্ছিল না তাঁরা। এবিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে RSS।শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বসে বিশেষ আদালত।শেষ মুহূর্তে মেলে কলকাতা পুলিশের অনুমতি। শুনানিতে মামলাকারীর আইজীবীরা অভিযোগ করেন,আমরা ২৫ নভেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়াম বুকিং করেছি।

'পারমিশন রেডি,Fax নম্বর দিলেই সেটা পাঠিয়ে দেওয়া হবে..'

১৩ ডিসেম্বর এবিষয়ে প্রগতি ময়দান থানা ও জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকেও জানানো হলেও পুলিশের তরফে সম্মতিসূচক কোনও মেল আসেনি। মামলায় কলকাতা পুলিশের আইনজীবী হিসাবে ভার্চুয়ালি যোগ দেন আইনজীবী জয়ন্ত সামন্ত। বিষয়টি কী হয়েছে বিচারপতি জানতে চাইলে, কলকাতা পুলিশের আইনজীবী বলেন,তাঁদের তরফে পারমিশন রেডি আছে।Fax নম্বর দিলেই সেটা পাঠিয়ে দেওয়া হবে।সেইসঙ্গে তিনি আরও জানান, শনিবার রাত ৯টার মধ্য়ে কলকাতা পুলিশের রিপোর্ট সেকশন অর্থাৎ লালবাজারে এলে দিয়ে দেওয়া হবে অনুমতিপত্রের হার্ড কপিও।

কলকাতা পুলিশকে মেল করে অনুমতিপত্র আবেদনকারীর আইনজীবীকে পাঠানোরও নির্দেশ দেন বিচারপতি এরপরই বিচারপতি কৃষ্ণা রাও শনিবার রাত ৯টার মধ্যে লালবাজার থেকে অনুমতি পত্র সংগ্রহ করার জন্য RSS -এর প্রতিনিধিদের নির্দেশ দেন। পাশাপাশি কলকাতা পুলিশকে মেল করে অনুমতিপত্র আবেদনকারীর আইনজীবীকে পাঠানোরও নির্দেশ দেন বিচারপতি। RSS-এর আইনজীবী  রাজদীপ মজুমদার বলেন, কোর্টে না এলে এই পারমিশন পাওয়া যেত না। রবিবার সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে হবে RSS-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে এই বিশেষ সেমিনার।