সুদীপ্ত আচার্য, কলকাতা: ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শহর কলকাতায়। এবার আগুন লাগল সল্টলেকে। সিটি সেন্টার ওয়ানের সামনে একি রেস্তরাঁয় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু'টি ইঞ্জিন। দাউদাউ করে এখনও আগুন জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি আরও কিছু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সিটি সেন্টার ওয়ান সংলগ্ন ওই এলাকা এমনিতেই জনবহুল। সপ্তাহান্তে প্রচুর মানুষও ভিড় করেন সেখানে। তাই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
শনিবার বিকেলে সিটি সেন্টার ওয়ানের সামনের ওই রেস্তরাঁয় আগুন লাগে বলে জানা গিয়েছে। সিচি সেন্টার থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত একটি বিল্ডিংয়ের নীচের তলায় অবস্থিত রেস্তরাঁটি। বিকেল ৪.৩০টের কিছু পর আগুন লাগে বলে জানা গিয়েছে। চার তলা বিল্ডিংয়ের নীচের তলার রেস্তরাঁটিতেই সর্বপ্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে।
ওই রেস্তরাঁয় আগুনের লেলিহান শিখা এবং চারিদিকে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারাই খবর দেন দমকলে। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় দমকলের দু'টি ইঞ্জিন। জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয়রাও জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তত ক্ষণে আগুন অনেক দূর ছড়িয়ে পড়ে। আশেপাশের বেশ কয়েকটি দোকান তত ক্ষণে পুড়ে ছাই হয়ে যায়।
সিটি সেন্টারের ওয়ানের মতো জনবহুল জায়গায় এই অগ্নিকাণ্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুন লাগার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যে রেস্তরাঁয় আগুন লাগে, সেখানে অনেক মানুষও খেতে গিয়েছিলেন। স্থানীয়রাই নিরাপদে বের করে আনেন তাঁদের। ওই সমস্ত মানুষজনও আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রাই আগুন নেভাতে প্রথম উদ্যোগী হন।
দমকলের তরফে জানানো হয়েছে, আগুন প্রায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনও আগুন নেভোনোর কাজ চলছে। রেস্তরাঁর পাশে আরও যে তিনটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে, সেখানেও পরিস্থিতি তদারকি করে দেখা হচ্ছে। তবে আগুন ছড়ানোর সম্ভাবনা আর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ওই রেস্তরাঁ থেকেই আগুন ছড়ায় বলে জানা গিয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি এখনও পর্যন্ত।