CA Shivam Mishra: দিল্লির শিবম মিশ্র সম্প্রতি সারা দেশব্যাপী যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পরীক্ষা হয়, তাতে শীর্ষস্থান অর্জন করেছেন। সারা দেশের মধ্যে CA পরীক্ষায় প্রথম হয়েছেন শিবম। ২০২৪ সালের মে মাসে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়ার (ICAI) তত্ত্বাবধানে এই সিএ পরীক্ষা হয়েছিল সারা দেশজুড়ে। ৬০০ নম্বরের মধ্যে ৫০০ নম্বর পেয়ে ৮৩.৩৩ শতাংশ নম্বরে প্রথম স্থান অর্জন করেছেন শিবম (CA Shivam Mishra)। তাঁর কঠোর পরিশ্রম ও ডেডিকেশনই এতে প্রমাণ হয়নি, প্রতিকূলতাকে জয় করার মানসিকতাও প্রকাশ পেয়েছে। বহু বছরের অধ্যয়নের ফল পেয়েছেন শিবম। কীভাবে এল সাফল্য ?


এই সিএ পরীক্ষায় তিনি যে শুধু শীর্ষস্থান অর্জন করেছেন তাই নয়, গ্রুপ ১ ও গ্রুপ ২ দুটি বিভাগেই প্রথম প্রয়াসেই উত্তীর্ণ হয়েছেন। এর আগে ২০১৯ সালে সিএ ফাউন্ডেশন পরীক্ষায় সারা দেশের মধ্যে ৫০ র‍্যাঙ্ক অর্জন করেন শিবম এবং তারপর ২০২০ সালে সিএ ইন্টারমিডিয়েট পরীক্ষায় ২০ র‍্যাঙ্ক অর্জন করেন তিনি। ফলে আগের পরীক্ষাগুলি থেকেই শিবমের (CA Shivam Mishra) মেধার প্রকাশ ঘটতে শুরু করেছিল।


শিবম মিশ্রর বাবা পেশায় একজন পুরোহিত এবং জ্যোতিষ ছিলেন। শিবম মিশ্র কেভিএস সৈনিক বিহারে পড়াশোনা সম্পন্ন করেছেন এবং সেখানেই তাঁর উচ্চতর শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ২০১৯ সালে তিনি সিএ পড়াতে শুরু করেন, নিজের কর্মজীবনকে এইভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান তিনি।


একটি সাক্ষাৎকারে শিবম জানিয়েছেন, তাঁর পরিবারে কেউই সেভাবে চাকরি-বাকরি করেননি। তাঁর পরিবারে বহুদিন থেকেই জ্যোতিষচর্চা, পূজাপাঠ ইত্যাদি চল ছিল। কথালাপ করতেন তাঁর বাবা বহু সময় ধরে। আর এই ঐতিহ্যের বাইরে প্রথম বেরিয়ে আসেন শিবম মিশ্র।


অষ্টম, নবম শ্রেণিতে পড়ার সময় পড়াশোনায় খুব একটা ভাল ছিলেন না শিবম। এককথায় 'ব্যাকবেঞ্চার'অ বলা চলে তাঁকে। কিন্তু সেই শিবমই নিজের চেষ্টায় নিয়মনিষ্ঠভাবে পড়াশোনা করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছেন। বারবার প্রয়াসে বিষয়গুলি অধিগত করতে চাইতেন শিবম। সিএ পরীক্ষার আর যখন সাড়ে পাঁচ মাস বাকি, সেই সময় থেকেই বাড়িতেই পরীক্ষা দিতেন তিনি। পুনর্পাঠে জোর দিতেন বেশি করে। প্রতিটি বিষয় যাতে অন্তত চার বার পড়া হয়, সেদিকে নজর দিয়েছিলেন তিনি।


আরও পড়ুন: IAS Puja Khedkar: জাল নথি দিয়ে চাকরি, ক্ষমতার অপব্যবহার ! প্রমাণিত হলে যেতে পারে চাকরি ? কে এই IAS পূজা ?


Education Loan Information:

Calculate Education Loan EMI