রঞ্জিত সাউ, কলকাতা: মদের আসরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ (Liquor)। অভিযুক্ত মৃতেরই চার বন্ধু। ঘটনাটি তদন্ত করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর থেকেই তাঁরা বেপাত্তা বলে জানা গিয়েছে (Murder)।


সল্টলেকে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ


সল্টলেকের (Salt lake News) নয়াপট্টি বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃত যুবককে ৩৩ বছর বয়সি রাজু মাল হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আদতে কেষ্টপুরের খ্রিস্টান পাড়ার বাসিন্দা তিনি। বন্ধুদের সঙ্গে মদের আসরে যোগ দিতেই এসেই তাঁকে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার দুপুরে সল্টলেকের নয়াপট্টি বাজারে বন্ধুদের সঙ্গে দেখা করতে আসেন রাজু। বাজারের পিছনের দিকে চার বন্ধুর সঙ্গে মদ্যপানের আসরে যোগ দেন তিনি। সেই সময় সেখানে রাজুকে দেখেছিলেন এক প্রতিবেশী (Kolkata News)।


আরও পড়ুন: Arpita Mukherjee: দুর্ঘটনার পরই সতর্ক ইডি, বাড়ল অর্পিতার নিরাপত্তা


এর পর বিকেলেই নাকি রাজু মারা গিয়েছেন বলে ওই প্রতিবেশি এবং রাজুর পরিবার-পরিজনদের কাছে খবর পৌঁছয়! রাজুকে পিটিয়েই খুন করা হয়েছে বলে অভিযোগ।  


খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর এবং ২৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মণ্ডল (মাইকেল)। বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে রাজুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 


পুলিশ সূত্রে খবর, মদের আসরে ঝামেলা বেধেছিল। সেই সময রাজুকে মারধর করা হয় বলে অভিযোদ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।


মদের আসরে ঝামেলা থেকেই কি খুন!


পুলিশ সূত্রে খবর মদের আসরে তাঁদের মধ্যে ঝামেলা হয়। সেই সময় রাজুকে মারধর করতে থাকে। বিধান নগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। কী কারণে ঝামেলার পরিস্থিতি তৈরি হয়, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত চার যুবকের নাগাল পেতে চলছে তল্লাশি।