রঞ্জিত সাউ, কলকাতা: শহরের রাস্তায় আচমকা নামল ধস। আর সেই ধসে নেমে পুকুরে পড়ল পার্কিং করা গাড়ি। সল্টলেক দত্তাবাদের জোড়া পুকুর এর কাছে এই ঘটনাটি ঘটেছে।এই খবর পৌঁছতেই বিধাননগর পৌরনিগমের ইঞ্জিনিয়ারও ঘটনাস্থলে আসেন।


স্থানীয়দের দাবি, বেঙ্গল ক্যামিকেল মোড় থেকে লাবণি আইল্যান্ড যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশেই রয়েছে দুটি পুকুর। যে পুকুর পারে স্থানীয়রা গাড়ি পার্ক করে রাখে। আজ সকালে দেখা যায়, সেই পুকুর পাড় ভেঙে পার্কিং করা গাড়ি, পুকুরে ভিতরে অর্ধেক পড়ে গিয়েছে।তড়িঘড়ি দড়ি দিয়ে বেঁধে কোনওরকমে রাখা হয়েছে। শুধু তাই নয়, সূত্রের খবর আরও কয়েকটি ভ্যান ও পড়ে গিয়েছিল। যদিও সেগুলি তোলা হয়েছে। তবে কী কারণে এমনট ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন বিধাননগর পৌরনিগমের ইঞ্জিনিয়ারা।


সম্প্রতি হাওয়ার বাগনানে ঘটেছিল একটি ব্যাতিক্রমী ঘটনা। বাগনান থানার বাঁকুড়দহ গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল দোতলা পাকা বাড়ি। গোটা ঘটনা ক্যামেরাবন্দী হয়েছিল। ঘটনার দিন সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল হাওড়ার বাগনানে। বাগনান দুই নম্বর ব্লকের অন্তর্গত ওরফুলি অঞ্চলের বাঁকুড়দহ গ্রামের বাসিন্দা  বিশ্বনাথ সামন্তর বাড়ি হুড়মুড়িয়ে পাশের পুকুরে ভেঙে পড়ে। যখন বাড়িটি ভেঙে পড়ে তখন ঘরের মধ্যে কেউ ছিলেন না। ফলে এই ঘটনায় কেউ আহত হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িটি পুকুরের ধারে হওয়ায় এবং বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় বাড়িটি বসে গিয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।


আরও পড়ুন, বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে মেলেনি মিছিলের অনুমতি, হাইকোর্টের দ্বারস্থ BJP


সম্প্রতি নিউটাউনে নজরুল তীর্থের সামনে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। সেক্টর ফাইভের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি চারচাকা গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল। স্থানীয়দের দাবি ছিল, গাড়িতে চালক ছাড়াও আরও একজন ছিলেন। দু’জনেই গুরুতর আহত হন। নিউটাউন থানার পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, তদন্তে নামে পুলিশ।পাশাপাশি কিছুদিন আগেই পথ দুর্ঘটনার সাক্ষী হয় লেকটাউনও। VIP রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল গাড়ি। সকাল সোয়া ৬টা নাগাদ বাঙুর অ্যাভিনিউ ও লেকটাউনের মাঝে দুর্ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, লেকটাউন বেলি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ি চালক। তিনি আহত হন। গাড়িতে চালক একাই ছিলেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।