প্রবীর চক্রবর্তী, কলকাতা: মাঠের ধারে রাস্তায় পড়ে রয়েছে যুবকের মৃতদেহ (Dead Body Recovered)। এই ঘটনাকে ঘিরে সাতসকালে চাঞ্চল্য ছড়াল সরশুনায়। হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিল মৃতদেহটি। তাই কেউ খুন করে দেহ ফেলে গিয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মৃত যুবকের সঙ্গে এক মহিলার প্রণয়ঘটিত সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। তার জেরেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পরিবারের।


মঙ্গলবার সকালে সরশুনা (Sarsuna) ল্যান্ডের মাঠের রাস্তার ধারে যুবকের মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা (Kolkata News)। তাতে শোরগোল পড়ে যায় গটা এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। তারাই এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। যে জায়গায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, সেটিকে ঘিরে রেখেছে পুলিশ। সেখানে সাধারণের প্রবেশ নিষেধ।


মৃত যুবককে জয়দেন শীল নামে শনাক্ত করা গিয়েছে। বয়স ৩৫ বছর। সোমবার রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। যোগাযোগের চেষ্টা করেও লাভ হয়নি। এর পর রাতে বাড়ির বাইরে থেকে তাঁর মোবাইল ফোনটি উদ্ধার হয়। তাতেই অশনি সঙ্কেত পান পরিবারের লোকজন। তার পর রাত থেকেই খোঁজাখুঁজি চলছিল। শেষ মেশ সাত সকালে মাঠের পাশ থেকে দেহ উদ্ধার হল।


আরও পড়ুন: Dev Covid Award : কোভিডকালে মানুষের পাশে থেকেছেন, এবার সংসদে সম্মানিত দেব, করলেন ট্যুইট


মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল জয়দেবের। তার জেরে ঝামেলা চলছিল। তাই জয়দেবকে খুন (Alleged Murder) করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও। জয়দেবের দেহ ময়নাতদন্তদের (Postmortem) জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট হাতে পেলেই খুনের কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে আশাবাদী পুলিশ।


স্থানীয়রা জানিয়েছেন, এ দিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় মাঠের ধারের রাস্তায় পড়ে ছিল দেহটি। জয়দেবের কোমরে আঘাতের চিহ্ন ছিল বলেও জানা গিয়েছে। তাই খুনের সম্ভাবনা জোরাল হচ্ছে। এ দিন ঘটনাস্থলে পৌঁছন ডিসি সাউথ-ওয়েস্টও। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে সাত সকালে এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।