কলকাতা: উৎসবের মরশুমে কলকাতায় শ্যুটআউট। মহালয়ার সকালে কলকাতায় চলল গুলি! চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি। জিমের মালিককে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি। হেলমেট ও রেন কোট পরে জিমে চড়াও ২ দুষ্কৃতী।

আরও পড়ুন, 'শুধু পিতৃপুরুষ নয়, দলের শহিদদের উদ্দেশ্যেও এই তর্পণ..', মহালয়ায় বাগবাজার ঘাটে শমীক, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কী কথা বললেন ?

মহালয়ায় পাঁজি ধরে পিতৃপক্ষের অবসান হল, কিন্তু কলকাতায় দুষকৃতী দৌরাত্ম্যের অবসান হল না! চারু মার্কেটের মতো জনবহুল এলাকায়, উৎসবের মরশুমে ভর দুপুরে চলল গুলি!অল্পের জন্য রক্ষা পেলেন অনেকে! আর এই ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। চারু মার্কেট থানার দেশপ্রিয় শাসমল রোড। এখানেই রাস্তার ওপরে রয়েছে The Culture নামের এই জিম। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার বেলা বারোটা নাগাদ, এখানেই দুটি মোটরবাইকে চার দুষকৃতী আসে। রাস্তার ওপরে রাখা বাইকের স্টার্ট অন করে দু'জন বসে থাকে এবং বাকি দু'জন চলে আসে জিমের গেটের কাছে। তারপর সিড়ি দিয়ে ওপরে উঠে যায়।  প্রত্যক্ষদর্শীদের দাবি, জিমে ঢুকে প্রথমেই রিসেপশনিষ্টের কাছে, সেখানকার মালিক জয় কামদারের খোঁজ করে দুই দুষকৃতী। তাঁকে ডাকতে বলে। রিসেপশনিষ্ট মালিককে ডাকতে যেতেই পরপর দু'রাউন্ড গুলি চালিয়ে দেয় এক দুষ্কৃতী। তারপরে সেখান থেকে পালিয়ে যায় দু'জনে।  প্রত্যক্ষদর্শী বলেন, ওদের রেনকোট পরা ছিল। উপরে হেলমেট ধরা ছিল। এসে জিজ্ঞাসা করল একজনের (বিষয়ে), ওনাকে ডাকতে গেছে, তখনই মাটিতে দুটো গুলি করেছে। দু'জন, দু'জন। পুরো ওপর থেকে নীচে ঢাকা ছিল। পারপল রঙের রেনকোট পরা ছিল। জয়দাকে বলল ডাকতে। গেছে ডাকতে, তখন শ্যুট করে চলে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেইসময় জিমের ভিতরে ১০ জন শারীরিক কসরত করছিলেন। যদিও অল্পের জন্য রক্ষা পান সকলেই! 

স্থানীয়দের দাবি, এই জিমেই আসেন IPS অফিসার থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু জিমের ভিতরে বা বাইরে এমনকী বাইরের রাস্তাতেও কোনও সিসি ক্যামেরা নেই! কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুষ্কৃতী কারা? কোথা থেকে এসেছিল? কী উদ্দেশ্য নিয়ে এসেছিল? আগে থেকেই কি রেকি করে এসেছিল? দিনেদুপুরে খাস কলকাতায় ঢুকে গুলি চালানোর সাহস কোথা থেকে পেল? আগ্নেয়াস্ত্রই বা পেল কোথা থেকে? কলকাতা  ডিসি সাউথ প্রিয়ব্রত রায় বলেন, আমরা দুটি গুলির খোল পেয়েছি। জাস্ট ওরা বললেন যে, নাম শুনলেন, জিজ্ঞাসা করার পরেই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যান। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।