আবুধাবি: এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। গ্রুপের লড়াইয়ে ব্যাটে-বলে বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। হ্যান্ডশেক বিতর্ক আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিল। পাঁচ দিনের মাথায় ফের একবার ভারত-পাক দ্বৈরথ। সুপার ফোরে শনিবার প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে। আজ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পালা। 

Continues below advertisement

গ্রুপে নিজেদের শেষ ম্য়াচে জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়েছিল ভারত। দলে এসেছিলেন হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ। ওমানের বিরুদ্ধে ম্য়াচে অর্শদীপ ১ উইকেট নিলেও নজির গড়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে কুড়ির ফর্ম্যাটে ১০০ আন্তর্জাতিক উইকেট নেওয়ার। হর্ষিত ৩ ওভারে ২৫ রান খরচ করে ১ উইকেট নেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে অবশ্য দু জনের কেউই হয়ত প্রথম একাদশে থাকবেন না। সেক্ষেত্রে আমিরশাহি ও গ্রুপে পাক ম্য়াচে যে একাদশ খেলেছিল সেই একাদশ নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া। বুমরার পাশাপাশি খেলবেন বরুণ চক্রবর্তী।

ব্যাটিং অর্ডারে কোনও সেরকম পরিবর্তনের সম্ভাবনা কম। সঞ্জু স্যামসন আগের ম্য়াচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। অভিষেক শর্মাও রান পেয়েছেন আগের তিনটি ম্য়াচেই। সূর্যকুমার যাদব ওমানের বিরুদ্ধে ম্য়াচে মাঠেই নামেননি। তিনি জানিয়েছিলেন যে ব্যাটিং অর্ডারের বাকিরাও যাতে একটু ম্য়াচ প্র্যাক্টিস করার সুযোগ পান, সেদিকেই খেয়াল রেখেছিলেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে তিন নম্বর পজিশনেই হয়ত সূর্যকুমার নামবেন।

Continues below advertisement

অন্য়দিকে পাকিস্তান এ গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপের ম্য়াচ শেষ করেছিল। আগেরবার ভারতের বিরুদ্ধে ম্য়াচে মাঠের লড়াই ও মাঠের বাইরের লড়াই দুটোতেই ভারতের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে। হ্যারিস রউফকে তারা একাদশে ফেরাতে পারে। 

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মোট ২০টি ম্য়াচ হয়েছে। তার মধ্যে ১১ বার টিম ইন্ডিয়া জিতেছে । পাকিস্তান দল ৬ বার জিতেছে এবং ৩টি ম্যাচের কোনও ফল হয়নি । টি-২০ আন্তর্জাতিকে ভারত ও পাকিস্তানের ১৪ বার মুখোমুখি সাক্ষাহয়েছে, যার মধ্যে টিম ইন্ডিয়া ১১ বার জিতেছে এবং পাকিস্তান মাত্র ৩ বার ভারতকে হারিয়েছে

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।