কলকাতা: আগামীকাল থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। মেট্রো রেলওয়ে কলকাতা জানিয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ব্লু লাইনে বাড়তি মেট্রো পরিষেবা প্রদান করবে।


এতদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি আপ ও ডাউন মিলিয়ে মোট ২৮৮ টি রেক চলাচল করত। সেই সংখ্যা বেড়ে এবার ২৯০ করা হয়েছে। সোমবার থেকে শুক্রবার এই পরিষেবা মিলবে। প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে। মেট্রোরেল জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ব্লু লাইনে অতিরিক্ত দুটি ট্রেন চালু হবে। এরমধ্যে একটি মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে ৬ টা ৫৫ মিনিটে ছাড়বে। পাশাপাশি অন্য ট্রেনটি দক্ষিণেশ্বর থেকে সকাল ৭টা ৫৪ মিনিটে ছেড়ে যাবে।


অপরদিকে, আজ কলকাতা থেকে জেলায় ফের রাত দখলের ডাক। গত মাসে স্বাধীনতার মধ্য রাতেও রাত দখলের ডাক দেওয়া হয়েছিল।  ১৪ অগাস্ট   বাড়তি পরিষেবা দিয়েছিল কলকাতা মেট্রো। 



আরও পড়ুন, RG কর-কাণ্ডের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যালে উত্তেজনা, অধ্যক্ষকে ঘেরাও, 'চোর চোর' স্লোগান..


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।