কলকাতা: উপনির্বাচনের পরই, রাজ্যে বকেয়া পুরভোট করানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। রাজ্যের ১২৫টি পুরসভার মধ্যে ১১২টির মেয়াদ ফুরিয়েছে। তার মধ্যে ২০১৮ সালে হাওড়া-সহ ১৭টি পুরসভার মেয়াদ শেষ হয়েছে। ২০২০ সালে মেয়াদ শেষ হয়েছে, কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি-সহ ৯৫টি পুরসভার। এবার এই পুরসভাগুলিতেই ভোট করানোর ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


'ম্যান মেড বন্যা'র অভিযোগ আগেই তুলেছিলেন। এবার বললেন ‘বিগ ক্রাইম’। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ফের ডিভিসি-কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে বলেছেন,  যে ভাবে জল ছাড়া হয়েছে তা বড় অপরাধ। এত জল আগে কখনও ছাড়া হয়নি। বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির আরামবাগ-সহ ৮ জেলার বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত বহু মানুষ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। ব্যারেজের ছাড়া জলে, জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। যা নিয়ে ফের 'ম্যান মেড বন্যা'-র অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঠগড়ায় তোলেন ডিভিসি-কে। 


রাজ্যের ৮ জেলায় বন্যা পরিস্থিতির জন্য, ফের ডিভিসি-’কেই দায়ী করে মুখ্যমন্ত্রী বলেছেন, যেভাবে জল ছাড়া হয়েছে, এটা বিগ ক্রাইম। একসঙ্গে কত জল ছাড়া হয়েছে, যা জীবনে হয়নি। এবং আগে হয়েছে কিনা আমি জানি না, ম্যান মেড ফ্লাড আগে বলতাম আমি, সেদিন অনেকে আমাকে সমালোচনা করতেন। এটা ম্যান মেড ফ্লাড। 


মুখ্যমন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, প্রতিটা বাঁধ বা ব্যারাজের জল ধারনের একটা সীমা থাকে, তার থেকে জল বেড়ে গেলে, সেই ব্যারাজকে জল ছাড়তে হয়, না হলে ব্যারেজ ভেঙে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়।


আরও পড়ুন: 'বন্যার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, কুর্শি বাঁচাতে ৫০ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন', মমতাকে আক্রমণ শুভেন্দুর