রঞ্জিৎ সাউ, কলকাতা: সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে (Salt Lake Sector 5) ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনের (East-West Metro Station) কাছে বেপরোয়া গাড়ি উল্টে দুর্ঘটনা (Road Accident)। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গুরুতর জখম গাড়ির চালক (Driver)।


সাতসকালে দুর্ঘটনা


সাতসকালে সেক্টর ফাইভে দুর্ঘটনা। পুলিশ সূত্র মারফত খবর মিলেছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনের ডি এল ব্লক থেকে এ এল ব্লকের দিকে যাচ্ছিল একটি গাড়ি। অত্যন্ত দ্রুত গতিতে থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে সি এল ব্লকের সামনে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর গাড়িটির চাকা ভেঙে প্রায় ৫০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গুরুতর জখম হয়েছেন চালক।


চালককে বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhannagar) ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর (witness) দাবি, গাড়ি উল্টে আহত হন চালক। তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বাজেয়াপ্ত করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। তবে বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।


আরও পড়ুন: Narendrapur News: অনলাইনে জুতো কিনতে গিয়ে প্রতারণার শিকার, খোয়া গেল প্রায় ২০ হাজার


পেটি পেটি বিয়ার নিয়ে উল্টে গেল ট্রাক


দিন কয়েক আগে বাঁকুড়া সদর থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বিয়ারের পেটি বোঝাই করে বেরিয়েছিল লরিটি। বাঁকুড়া থেকে যাচ্ছিল পুরুলিয়ার দিকে। সেই সময়ই বাঁকুড়া-পুরুলিয়া জাতীয় সড়ক সংলগ্ন নতুনগ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে লরিটি। তাতেই ঝনঝন করে ভেঙে পড়ে পেটি পেটি বিয়ার। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক ধরে এগনোর সময় নতুনগ্রামের কাছে টার্নি‌ং পয়েন্ট পড়ে। ওই রাস্তা ধরে বাঁক নেওয়ার সময় আচমকাই লরির সামনের চাকাটি তীব্র শব্দে ফেটে যায়। তাতেই আর লরির নিয়ন্ত্রণ সামলাতে পারেননি চালক। টলমল করতে করতে কিছুদূর গিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে লরিটি।