সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সাতসকালে জাতীয় সড়কে বাস উল্টে মৃত্যু হল ২ যাত্রীর। আহত হয়েছেন প্রায় ৪০ জন। সকাল ৬টা নাগাদ উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। 


কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, চাকুলিয়ার মনোরা এলাকায় জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলেই ২ বাসযাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আরও পড়ুন, চার ধাম যাত্রায় ফটো-রিল শ্যুটে নিষেধাজ্ঞা! দর্শনার্থীদের জন্য একাধিক নিয়ম জারি


এদিকে, পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃৃত্যু হল চারজনের। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৭টা নাগাদ মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়া গাড়ির। বাসের চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ। গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কি না, খতিয়ে দেখা হচ্ছে। 


অন্যদিকে, হরিয়ানার নুহ্-তে তীর্থযাত্রী বোঝাই চলন্ত বাসে আগুন। ঝলসে মৃত্যু হয়েছে ৮ জন পুণ্যার্থীর। আগুনে পুড়ে গুরুতর জখম অন্তত ২৪ জন। মথুরা ও বৃন্দাবন দর্শন সেরে ফিরছিলেন ৬০ জন তীর্থযাত্রী। সকলেই চণ্ডীগড়, লুধিয়ানা ও হোসিয়ারপুরের বাসিন্দা।


গতকাল রাত দেড়টা নাগাদ নুহ্ জেলার কুন্দলি-মানেসর পালওয়াল এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন লাগে। ঘুমের মধ্যেই অনেক যাত্রীর মৃত্যু হয়। প্রথমে আশপাশেরে গ্রামের বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। চলন্ত বাসে আগুন লাগার কারণ এখনও অজানা।                                                                                                                                                                           


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে