সঞ্চয়ন মিত্র, কলকাতা : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা। তার জেরে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে। ঝঞ্ঝা বিদায় নিলে বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
এক নজরে কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস :
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা |
আকাশ কেমন | |
---|---|---|---|---|
২৪-Dec | ১৩.0 | ২৪.0 | পরিষ্কার আকাশ | |
২৫-Dec | ১৪.0 | ২৪.0 | পরিষ্কার আকাশ | |
২৬-Dec | ১৫.0 | ২৫.0 | পরিষ্কার আকাশ | |
২৭-Dec | ১৬.0 | ২৫.0 | পরিষ্কার আকাশ | |
২৮-Dec | ১৭.0 | ২৬.0 | পরিষ্কার আকাশ | |
২৯-Dec | ১৭.0 | ২৬.0 | পরিষ্কার আকাশ |
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে।
আরও পড়ুন :
আরও পড়ুন :
কাঁপুনি দিয়ে শীত, কুয়াশার চাদরে মোড়া শৈলশহর, মুখ ঢেকেছে কাঞ্চনজঙ্ঘা