ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ডিসেম্বরের প্রথম সপ্তাহ শুরু হল মেঘলা আকাশ সঙ্গী করেই। শীতের সকালে ভিজল রাস্তায় । সোমবারও উপকূলবর্তী কয়েকটি জেলায় মেঘলা আকাশই থাকবে। তবে কলকাতাও ভিজতে পারে ক্ষণিকের বৃষ্টিতে। তবে শীতের নতুন ইনিংস শুরু হল বলে, চলছে ওয়ার্ম আপ, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
দক্ষিণভারতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফেনজাল। অবশিষ্ট অংশ নিম্নচাপে পরিণত হয়ে তামিলনাড়ুতে অবস্থান করছে। তবে তারই পরোক্ষ প্রভাবে বাংলার আকাশের মুখ ভার। সোমবার উপকূলবর্তী কয়েক জেলায় মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে এই কয়েকটি জেলায়।
আগামীকাল, মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। সপ্তাহান্তে আবার ফিরবে শীতের আমেজ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। নভেম্বরের শেষের দিকে সবে শীতের আমেজ আসতে শুরু করেছিল বঙ্গে। কিন্তু বাধ সাধে ঘূর্ণিঝড়, যার জেরে তাপমাত্রা বাড়তে থাকে। তবে সে বাধা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর পথে শীত।
উপকূলবর্তী কয়েকটি জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে সোমবারও । আকাশ পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকলেও বেলা বাড়তেই ঝকঝকে আকাশ থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তাই যে সমস্ত পর্যটকরা উত্তরবঙ্গে গেছেন তাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন ধীরে ধীরে পারদ পতন হতে পারে। সপ্তাহের শেষে শীত বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন চার ডিগ্রি নিচে নামতে পারে। আগামী শনিবার ও রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি কিংবা তার নিচে যেতে পারে।
আগামী কয়েক দিন সামান্য বাড়তে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায়। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার কারণে বেলা বাড়তেই কুয়াশার আস্তরণ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের ছয় জেলাতেই সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষজ্ঞদের মতে, এই জেলাগুলিতে কোথাও কোথাও দৃশ্যমান্যতা ২০০ মিটারের কাছাকাছি থাকতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে সপ্তাহ আনতে শীতের আমেজ ফিরলেও তাকে দীর্ঘস্থায়ী হবে? ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কি জাঁকিয়ে পড়বে শীত? নাকি এভাবেই ধীরে ধীরে পারদ পতন হবে রাজ্যে? যদিও সে বিষয়ে নিশ্চিত হতে গেলে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।