কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ থামছে না। মন্দির ও ইসকন কেন্দ্রে হামলার ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। চিন্ময়কৃষ্ণের সঙ্গে দেখা করে ফেরার পথে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।


এমনকী চিন্ময়কৃষ্ণ দাসের সেক্রেটারিকেও গ্রেফতার করা হয়েছে, অভিযোগ রাধারমণ দাসের। বাংলাদেশে ইসকনের একটি অফিস ভাঙচুর করা হয়েছে। হামলার কোনও বিরাম নেই, আমরা অসহায়, মন্তব্য কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের।


বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের নিশানা, ইসকনের সন্ন্যাসীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার, ইসকনের একাধিক শাখায় ভাঙচুর, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদ। আজ বিশ্বজুড়ে সমস্ত শাখায় প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করেছে ইসকন। দেড়শোটি দেশে সাড়ে আটশোরও বেশি কেন্দ্র রয়েছে ইসকনের। প্রতিটি জায়গায় প্রার্থনা ও কীর্তনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে ইসকন।                                                                 


আরও পড়ুন, বাংলাদেশে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার যুবক, হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা


এদিকে, এবার বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক। সাংবাদিক মুন্নি সাহাকে ঘিরে ধরে হেনস্থার অভিযোগ। স্থানীয় একটি পোর্টালের সাংবাদিক মুন্নি সাহা। গতকাল রাতে কারওয়ান বাজার এলাকায় হেনস্থা করা হয় সাংবাদিক মুন্নি সাহাকে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মুন্নি সাহাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের, খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রের।


অন্যদিকে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় কলকাতাগামী বাসে ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি। আতঙ্কিত যাত্রীরা। আগরতলা- কলকাতা-ভায়া ঢাকা শ্যামলী পরিবহণের বাসে যাত্রী অমিল। একটিও বুকিং হয়নি। সপ্তাহে ২ দিন, মঙ্গল-শনিবার আগরতলা-কলকাতা-ভায়া ঢাকা যাতায়াত করে শ্যামলী পরিবহণের বাস। গতকাল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় কলকাতাগামী বাসে ভারতীয় যাত্রীদের খুনের হুমকি দেওয়ার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগরতলা-কলকাতা-ভায়া ঢাকা বাসের টিকিট ৪-৫ দিন আগেই বুকিং হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার জেরে মঙ্গলবারের বাসের টিকিট রবিবারও বিক্রি হয়নি। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে