মিলান: ম্যাচ চলাকালীন ফের মাঠেই লুটিয়ে পড়লেন ফুটবলার। যা দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। ম্যাচই স্থগিত হয়ে গেল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ফুটবলার। তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করে চলেছে গোটা ফুটবল বিশ্ব।
ইতালির নামী ক্লাব ফিওরেন্তিনার মিডফিল্ডার (Fiorentina midfielder) এদোয়ার্দো বোভ (Edoardo Bove) ইন্টার মিলানের (Inter Milan) বিরুদ্ধে সেরা আ ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েন। যার জেরে বাতিলই হয়ে গেল ম্যাচ।
বয়স মাত্র ২২ বছর। ফিওরেন্তিনার মাঝমাঠের অন্যতম ভরসা বোভ। ম্য়াচ খেলতে খেলতে আচমকাই মাঠে হুমড়ি খেয়ে পড়ে যান। শিউরে ওঠা সেই ছবি দেখে দৃশ্যতই শোরগোল পড়ে যায় গোটা স্টেডিয়ামে। সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ শিবিরের ফুটবলার ও তাঁর দলের সতীর্থরা মাঠে জরুরিকালীন পরিস্থিতির জন্য থাকা চিকিৎসকদের ডাকেন। দৌড়ে মাঠে ঢোকে মেডিক্যাল টিম। উদ্বেগে অনেক ফুটবলারই মুখ ঢেকে মাঠে বসে পড়েন। কেউ কেউ প্রকাশ্যেই কাঁদতে শুরু করেন। দুই দলের ফুটবলারদেরই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সাপোর্ট স্টাফেরা।
আরও পড়ুন: দশে দশ! সঙ্গে হ্যাটট্রিক! বাইশ গজে ইতিহাস তৈরি করলেন বিহারের স্পিনার
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শিহরিত হয়ে ওঠার মতো ছবি। ম্যাচের বয়স তখন ১৬ মিনিট। খেলা চলছিল মাঠের বিপরীত অর্ধে। আচমকাই মাঠে লুটিয়ে পড়েন বোভ। রেফারি ড্যানিয়েল ডোভেরি তৎক্ষনাৎ ম্যাচ থামিয়ে দেন। পরে ম্যাচটি পরিত্যক্ত হয়। ম্যাচ হওয়ার সময় স্কোরলাইন ছিল ০-০।
ফ্লোরেন্সের কারেগ্গি ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয় বোভকে, খবর স্কাই ইতালির সূত্রে। পরে ফিওরেন্তিনার তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে যে, চেতনাহীন অবস্থায় বোভকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে।
আরও পড়ুন: মহিলাদের খেলায় ও টেস্টে বাড়তি জোর, বিশ্ব ক্রিকেটের দায়িত্ব নিয়েই বড় ঘোষণা জয় শাহর