ঝিলম করঞ্জাই, কলকাতা: দুপুর হতেই কালো মেঘে ঢাকল কলকাতা। আর তার পরই অঝোরধারায় বৃষ্টি নামল শহরে। বৃহস্পতিবার, শেষ বৈশাখে শিলাবৃষ্টির সাক্ষী থাকল শহর কলকাতায়। মুক্তোর মতো টুপটাপ ঝরে পড়ল আকাশ থেকে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা-সহ কলকাতায়। কলকাতায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি। আরও এক সপ্তাহ রাজ্যে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি চলবে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বলে আগেই মিলেছিল পূর্বাভাস। (Kolkata Weather Updates)


আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মানুষকে সতর্ক করেছে আবহাওয়া দফতর। কোনও বিপজ্জনক বাড়ি বা গাছের তলায় যেন আশ্রয় না নেন, আবেদন জানিয়েছেন আবহবিদরা। (West Bengal Weather Updates)


পাশাপাশি, এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়াতেও একই সঙ্গে বৃষ্টি নামতে পারে। আগামী দু'ঘণ্টার মধ্যে সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে বলে জানানো হয়েছে। ওই দুই জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।


আরও পড়ুন: Sandeshkhali Case: ভুয়ো ধর্ষণের মামলা প্রত্যাহার করতে চাওয়ায় হুমকি, ভয় দেখানোর অভিযোগ, সন্দেশখালির পিয়ালিকে থানায় তলব


আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ এই বৃষ্টি চলবে। পাশাপাশি, কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।



মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কাল আবার দক্ষিণের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার, ১১ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 


 বৃষ্টির জেরে তিলোত্তমার তাপমাত্রাও স্বস্তিজনক জায়গায় রয়েছে। এর আগে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও সকাল থেকে আকাশ মেঘলা ছিল কলকাতায়। তার পরই দুপুরে বৃষ্টি নামে।