কলকাতা: নিয়োগের ঘোষণা সত্ত্বেও আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছে শাসক শিবির (TMC)। আন্দোলনে ইন্ধন জুগিয়ে অশান্তি জিইয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করছে তারা। চাকরিপ্রার্থীদের (SSC Scam) আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক প্ররোচনা কাজ করছে বলে এ বার অভিযোগ তুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
চাকরির দাবিতে আন্দোলন নয়া মাত্রা পেল কলকাতায়
মঙ্গলবার শহরে চাকরিপ্রার্থীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। চাকরির দাবিতে খাবার-পানীয় ত্যাগ করে রাস্তায় মরিয়া লড়াই শুরু করলেন চাকরিপ্রার্থীরা। অবস্থান আন্দোলন বদলে গিয়েছে আমরণ অনশন আন্দোলনে। বাড়ি থেকে আনা খাবার, পানীয় রাস্তায় ফেলে বিক্ষোভে শামিল হলেন চাকরিপ্রার্থীরা। কেউ কেউ শুয়েও পড়েছেন রাস্তায়। কয়েক জন অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর মিলেছে।
কিন্তু যে সময়ে ২০১৪-র(West Bengal Board of Primary Education) প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের আমরণ অনশন চলছে করুণাময়ীতে, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আন্দোলনকারীদের দাবি অন্যায্য। আইনানুগ নয়। বয়স নিয়ে আমাদের কিছু করার নেই। যা করার রাজ্য সরকার করবে।"
আরও পড়ুন: TET 2014 : প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ, আন্দোলনকারীদের দাবি অন্যায্য, বলল পর্ষদ
এর পরই আন্দোলনের নেপথ্যে রাজনীতি জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। তিনি বলেন, "বহুস্তরীয় বা একস্তরীয় কিছু রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক প্রতিষ্ঠান, তারা কিন্তু যেন তেন প্রকারেণ এই ধরনের আন্দোলনকে প্ররোচিত করছেন। আন্দোলনকে অনুপ্রাণিত করে, আগামী দিনে যে বোর্ড নিয়োগ করতে যাচ্ছে, যেন তেন প্রকারেণ সেটাকে বাধা দিয়ে এই আন্দোলনকে জিইয়ে রাখার চেষ্টা করছেন।"
নিয়োগ শুরু করতে বাধা দেওয়া হচ্ছে, দাবি পর্ষদের
চাকরিপ্রার্থীদের দাবি, দুর্নীতির কারণে ৮ বছর নিয়োগ পিছিয়ে যাওয়ায়, অনেকের বয়স চল্লিশ পেরিয়েছে। তাই তাঁরা আর ইন্টারভিউতে আবেদন করতে পারবেন না। তাই ইন্টারভিউ ছাড়া সরাসরি নিয়োগ করতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা। কিন্তু তাঁদের এই দাবি মানতে নারাজ পর্ষদ। রাজ্যের কোর্টে বল ঠেলার পাশাপাশি পর্ষদ সভাপতির বক্তব্য, "পর পর দু’বার ইন্টারভিউ দিয়েও, প্যানেলভূক্ত হননি ২০১৪- এর এই চাকরিপ্রার্থীরা। বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই আমাদের। বয়সের ঊর্ধ্বসীমার সিদ্ধান্ত সরকারের।" যদিও চাকরিপ্রার্থীদের যুক্তি, রাজনীতির কোনও বিষয় নেই এখানে। পর্ষদ নিজকে ঢাকার জন্য এসব বলছে।