হিন্দোল দে, কলকাতা : দোলের (Holi 2022) দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা গড়িয়ার (Garia) ব্রহ্মপুর এলাকায়। রং খেলে দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু (Drowned to death) হয়েছে এক কিশোরের (Young boy)। বাঁশদ্রোণী থানা (Bashdroni Police Station) এলাকায় ক্লাস নাইনের ছাত্রের এহেন অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলের দিন বন্ধুদের সঙ্গে রং খেলার পর স্থানীয় এক পুকুরে (pond) স্নান করতে গিয়েছিল ওই ১৪ বছরের কিশোর। কিন্তু সে সাঁতার না জানাতেই বিপত্তি। রং খেলার মতোই পুকুরে নেমে স্নানের সময় বন্ধুদের সঙ্গে খেলায় মেতে উঠেছিল কিশোরটি। কিন্তু সেটাই কার্যত তাঁর জীবনে ডেকে আনল চরম পরিণতি। খেলতে খেলতে পুকুরের গভীর অংশে পৌঁছে যায় কিশোররা। সেখান থেকে থই না পেয়ে ডুবে যেতে শুরু করে সে। কিশোরের বন্ধুরা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর দ্রুত চেঁচিয়ে স্থানীয়দের গোটা বিষয়টা জানায়।


কিশোরটি জলে ডুবে গিয়েছে শুনে স্থানীয়রাই পুকুরে নেমে তাঁর খোঁজ শুরু করেন। ১১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পুলিশ সকলেই দ্রুত ওই পুকুরের কাছে পৌঁছন। বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পর কিশোরকে খুঁজে পাওয়া যায়। পুকুর থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত নিয়ে ছোটা হয় বাঘাযতীন হাসাপাতালে (baghajatin hospital)। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে চিকিৎসকরা (doctors) জানিয়ে দেন, কিশোরের দেহে আর প্রাণ নেই।


রঙের উৎসব এভাবে শোকের গাঢ় আবহ বয়ে আনবে সেটা ভাবতেই পারেননি ব্রহ্মপুরের বাসিন্দারা। স্থানীয় কিশোরের মর্মান্তিক মৃত্যুতে শোকের আবহ গোটা এলাকায়।


আরও পড়ুন- স্ত্রীকে বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করার চেষ্টা স্বামীর! পুলিশের দ্বারস্থ মহিলা


এদিকে, গত রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের এক সাব ইন্সপেক্টরের। গতকাল রাত ১১টা নাগাদ ইছাপুরের বাড়িতে ফেরার পথে টিটাগড়ের কাছে বেপরোয়া লরি ওই পুলিশ অফিসারের বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম সাব ইন্সপেক্টরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।