হিন্দোল দে, কলকাতা : আলোর উৎসবে অন্ধকারের ছটা। দুর্গাপুজোর (Durga Puja 2023) মাঝে মর্মান্তিক মৃত্যুর খবর। খাস কলকাতায় জলে ডুবে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির (Drowned to Death)। নবমীর দিন শোভাবাজারের পাথুরিয়াঘাটায় গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর, সকালে স্নান করতে এসে তলিয়ে যান বছর পঞ্চান্নর ওই ব্যক্তি। ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। প্রায় ২ ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার হয় দেহ। মৃত ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে পুলিশ (Police) জানিয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। 


দুর্গাপুজোর মাঝে জেলা থেকে শহর, একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। নবমীর দিনই হাওড়া (Howrah Accident) ও মালদায় (Malda Accident) জোড়া দুর্ঘটনার খবর মিলেছে। যে দুর্ঘটনায় গিয়েছে একাধিক প্রাণও। 


এদিকে, গতমাসে ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের ভদ্রী গ্রামে জলে ডুবে মৃত্যু হয়েছিল একই পরিবারের দুই নাবালক সদস্যের। মৃতদের নাম, তন্ময় মণ্ডল ও সায়ন মণ্ডল। তন্ময়ের বয়স ৭ বছর, সায়ন ৪।  পরিবার সূত্রে খবর, দুই ভাই বাড়ির কাছে পুকুর ধারে খেলছিল। হঠাৎই ছোট ভাই সায়ন জলে পড়ে যায়। তাকে বাঁচাতে জলে নামে দাদা তন্ময়। কিন্তু সেও ডুবে যায়। দু'জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


গত  দোলের (Dol Utsav) দিনেও ঘটেছিল মর্মান্তিক পরিণতি। কলকাতার (Kolkata) দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল। মানিকতলার (Maniktala) অরবিন্দ পল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই সকাল থেকে রঙ খেলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছিল।                                                                                                                             


 


আরও পড়ুন- নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে ছিটকে গেল বাইক, কোনা এক্সপ্রেসওয়েতে তরুণীকে পিষে দিল লরি