কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারে চমকের পর চমক। সাল ২০১৭, গৌরি অঙ্গে সোনার শাড়ি পরিয়ে প্রথম চমক দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। শাড়ির নকশা করেছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।



পরের বছর, সাল ২০১৮, সন্তোষ মিত্র স্কোয়ারে আবারও চমক। দেবী এলেন রূপোর রথে। শিয়লদা রেল স্টেশনের কাছে লেবুতলা পার্ক ওরফে সন্তোষ মিত্র স্কোয়ারে এবার ফের চমক। ৫০ থেকে ৬০ কেজি সোনা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। শিল্পী মিন্টু পাল।


অতীতে একাধিকবার স্বর্ণালঙ্করে ভূষিত হয়েছে দেবী প্রতিমা। লেকটাউনেকর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবই সেই ট্রেন্ডের পথ প্রদর্শক। এরপর একডালিয়া এভারগ্রিনেও স্বর্ণালঙ্কারে সজ্জিতা হন দেবী। এরপর দুর্গা প্রতিমায় সোনার শাড়ি পরিয়ে সাড়া ফেলে দেয় সন্তোষ মিত্র স্কোয়ার। তবে এই প্রথম, কলকাতার কোনও পুজো মণ্ডপে গোটা প্রতিমাই নির্মিত হচ্ছে সোনা দিয়ে। শিল্পী মিন্টু পাল জানিয়েছেন, এই মূর্তি তৈরি করতে অন্ততপক্ষে ৫০ থেকে ৬০ কেজি সোনা ব্যবহৃত হবে। ১৫ ফুটের এই প্রতিমা গড়তে খরচ হবে প্রায় ১৮ কোটি টাকা।



জুলাইতে সাংবাদিক বৈঠক করে এবারের পুজো নিয়ে তাদের ভাবনা চিন্তার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। সোনার প্রতিমার সঙ্গে থাকছে বিশেষ মণ্ডপও। মায়াপুরের ইসকন মন্দিরের আদলেই তৈরি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজো মণ্ডপ। চমক থাকছে উদ্বোধনেও।