১৯৯০-এ মমতার বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বেকসুর খালাস অভিযুক্ত লালু আলম
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2019 01:51 PM (IST)
১৯৯০ সালের ১৬ অগাস্ট হাজরা মোড়ে আক্রান্ত হন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মাথায় লালু আলম লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। ১৯৯৪ সালে এই মামলায় প্রথমবার সাক্ষ্য দিয়েছিলেন মমতা।
NEXT
PREV
কলকাতা: ১৯৯০-এর ১৬ অগাস্ট হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বেকসুর খালাস অভিযুক্ত লালু আলম। ১৯৯০ সালের ১৬ অগাস্ট হাজরা মোড়ে আক্রান্ত হন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মাথায় লালু আলম লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। ১৯৯৪ সালে এই মামলায় প্রথমবার সাক্ষ্য দিয়েছিলেন মমতা। এরপর প্রায় ৩০ বছর কেটে গিয়েছে। চার্জশিটে লালু আলম সহ ১২ জনের নাম ছিল। এঁদের মধ্যে লালু ছাড়া বাকিরা হয় মৃত, নয়ত পলাতক। এই পরিস্থিতিতে সরকারি আইনজীবী আদালতকে জানান, তিনি মামলার কোনও ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। কার্যত মামলা ক্লোজ করে দিতেই বলেন তিনি। অভিযুক্তর আইনজীবী এ বিষয়ে আপত্তি তোলেননি। এরপর আজ লালু আলমকে বেকসুর ঘোষণা করে
কলকাতা (kolkata) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -