কলকাতা: মাঝরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতারি এবং তারপর জামিন। শনিবার দিনভর শিরোনামে থাকলেন একজনই, কৌস্তভ বাগচী। জামিন মেলার পরও, মাথা ন্য়াড়া করে, কার্যত ট্য়ুইস্ট দিলেন তিনি। তবে জামিন পেয়ে পরের দিন ফের হুঙ্কার দিলেন কংগ্রেস নেতা। 


'থেমে থাকার প্রশ্ন নেই, আন্দোলন আরও তীব্রতর হবে', জামিন পাওয়ার পরদিন সকালে ফের হুঙ্কার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। 'মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করলে, পা ধরে ক্ষমা চাইব', মন্তব্য কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর। 


এদিন সকালে কৌস্তভ বলেন, 'আজকে ডিএ-এর মঞ্চে যাব। যারা নায্য দাবী দিয়ে আন্দোলন করছে সেই প্রতিবাদকারীদের পাশে থাকব। ওঁরা বলেছিল এর আগে যাওয়ার জন্য। তাই যাব। এছাড়াও দলের আভ্যন্তরীণ মিটিংও রয়েছে। কিছু পরিকল্পনা রয়েছে আগামী দিনের জন্য। আর যে বই নিয়ে এত গাত্রদাহ, সেটি কীভাবে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে তা মুখস্থ হয়। সেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। মাতৃসম মুখ্যমন্ত্রীর পুত্রসম কৌস্তভের কোনও অসুবিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ক্ষমা চাইতে। তবে তাঁর আগে অধীর চৌধুরীর কাছে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চেয়ে বলতে হবে, উনি যা বলেছেন ভুল বলেছেন, অন্যায় বলেছেন। যে মন্তব্য করেছেন তা ব্যথিত এবং মর্মাহত। এই ধরনের মন্তব্য করব না।


এদিন কংগ্রেস নেতা তথা আইনজীবী এও বলেন,  'অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কাড়ার আরেকটা ওষুধ আসছে। এক-দু'দিনের মধ্যেই সেই ওষুধ আসছে। দেখতে পারবেন। বেশিদিন অপেক্ষা করতে হবে না। মিডিয়ার মাধ্যমে মানুষ সব দেখেছে। মানুষই উৎখাত করবে সরকারকে। রাজ্যের সরকারের এসব কাজের বিরোধিতায় আগেও ছিলাম, এখনও থাকব। '     


আরও পড়ুন, 'অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমার ছেলে, ক'জন পারে', কৌস্তভের গ্রেফতারিতে গর্বিত মা-বাবা


একসময় বিধানসভায় ধস্তাধস্তির পর জয়ললিতা প্রতিজ্ঞা করেছিলেন, মুখ্য়মন্ত্রী না হয়ে আর বিধানসভায় ঢুকবেন না! শেষ অবধি তাই হয়েছিল। আর শনিবার বঙ্গ রাজনীতিতে এক অভিনব ঘটনা ঘটল। জামিন পেয়ে বেরোতেই মাথা ন্য়াড়া করে কৌস্তভ বাগচী প্রতিজ্ঞা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না সরাতে পারছি, আমার মাথার চুল আমি ততদিন গজাব না।


শনিবার কৌস্তভের গ্রেফতারি ঘিরে শুক্রবার রাজ্য় রাজনীতি যতটা তোলপাড় হল, ততটাই উথালপাথালের সাক্ষী থাকল ব্য়াঙ্কশাল কোর্ট। এই কংগ্রেস নেতার হয়ে সওয়াল করলেন সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য। আইনজীবী কৌস্তভের গ্রেফতারিতে বেনজিরভাবে একজোট হল আইনজীবী শিবির। কোর্টে তাঁর হয়ে দাঁড়ালেন প্রায় একশোজন আইনজীবী। কৌস্তভ বাগচীর জামিন মঞ্জুর করেন বিচারক। এরপর চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে রাজ্য রাজনীতি এখন সরগরম!