কৌশিক গাঁতাইত, আসানসোল:  সামনেই ভোট । আর তার আগে ফের  শুটআউটের ঘটনা আসানসোলের কুলটিতে । ভরদুপুরে শ্যুটআউটে ঝাঁঝরা ব্যবসায়ী। আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকাকে। 


কুলটি থানার চিনাকুড়ির ঘটনা। প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকেপরপর গুলি চালায় দুষ্কৃতী। অফিসটি একটি মাইক্রো ফিন্যান্স সংস্থার। সেই সংস্থার মালিককে উদ্দেশ্য করেই পরপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের। 


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতের নাম উমা শঙ্কর চৌহান। অফিসের কর্মীরা জানান, এক দুষ্কৃতী হঠাৎ এসে উমা শঙ্কর চৌহানকে পরপর কয়েক রাউন্ড গুলি করে খুন করে । কে এই দুষ্কৃতী ? কোনও পুরনো শত্রুতার জেরে খুন ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। 


মে মাসের ১৩ তারিখ ভোটগ্রহণ আসানসোলে। তার আগে জোরকদমে চলছে প্রচার। এরই মধ্যে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 


মৃতের অফিস  সূত্রে খবর আগেরদিন চেন্নাই থেকে ফিরেছেন তিনি।  কর্মীরা জানিয়ছেন, উমাশঙ্কর সোমবার সকালে অফিসে আসার পর কর্মীদের সঙ্গে কথা বলেন। এমন সময় হঠাৎ মুখে গামছা বেঁধে এক দুষ্কৃতী উমাশঙ্করের অফিসে ঢুকে তাঁকে ঝাঁঝরা করে দেয়। 


 

ব‍্যবসায়ীকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে প্রত‍্যক্ষদর্শীদের দাবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

                      


আরও পড়ুন : 


দুপুরে অসহ্য হবে গরম, কোন কোন জেলায় বেশি গরমের আশঙ্কা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।