বাসন্তী: খুড়তুতো দাদার ভেড়ি দখল করতে না পেরে খুনের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Panchayat Leader Accused In Brother Murder) । বাসন্তীর ঘটনা। খুনের অভিযোগে আঙুল উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত মোট ৪ জন। থানায় অভিযোগও দায়ের হয়েছে। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হলেও পলাতক তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ২ অভিযুক্ত। বাসন্তীকে দ্বিতীয় সন্দেশখালি করার চেষ্টা করছে তৃণমূল, ঘটনার পর আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করে, এটা পারিবারিক বিবাদের জের। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
সন্দেশখালি ও...
জোর করে ভেড়ি দখলের অভিযোগে গত কয়েক মাসে একাধিক বার শিরোনামে এসেছে সন্দেশখালি। একসময়ে সেখানকার 'দাপুটে নেতা' বলে পরিচিত শেখ শাহজাহান ও তার অনুচররা জোর করে খাল দখল করে ভেড়ি বানিয়েছিল বলে অভিযোগ ওঠে। তীব্র জনবিক্ষোভের মুখে সে অভিযোগ খতিয়ে দেখতে আসতে হয়েছিল সেচ দফতরের আধিকারিকদের। এখানেই শেষ নয়। 'অভিযোগ' শুনতে সন্দেশখালির গ্রামে গ্রামে তৃণমূলের দল যখন পৌঁছয়, তখন ভেড়ি দখল, লিজের টাকা আটকে রাখা, অত্যাচার-সহ একাধিক অভিযোগ তাদেরও সামনে এসে পড়ে। প্রতিনিধি দল সংবাদমাধ্যমের সামনে জানায়, 'অভিযোগ পাচ্ছি, শীর্ষ নেতৃত্বকে জানাব।'
ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ, সন্দেশখালিতে খেলার মাঠ ফেরানোর পর ৯ জন গ্রামবাসীকে জমিও ফেরত দিয়েছিল প্রশাসন। গ্রামবাসীদের থেকে জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ ওঠে শাহজাহান-অনুগত বলে পরিচিত শিবু হাজরার বিরুদ্ধে। এরকমই ৯ গ্রামবাসীকে তাঁদের জমি ফিরিয়ে দেয় প্রশাসন। এই ঘটনার দিনদুয়েক আগে সন্দেশখালিতে প্রশাসনের তরফে ক্যাম্প করা হয়। সেই সময়ই একাধিক অভিযোগ জমা পড়েছিল। এও বলা হয়েছিল, জোর করে জমি নিয়ে মাছের ভেড়ি করা হয়েছে। লিজের নামে জমি নিয়ে ভেড়ি হয়েছে, এও অভিযোগ করা হয়েছিল। বিডিও অফিসের টিমও অভিযোগের সত্যতা যাচাই করতে যায়। এর পরই গ্রামবাসীদের জমি দেওয়ার কাজ শুরু করা হয়।
পাশাপাশি...
পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে আসতে হয়েছিল DG-কে। তিনি সন্দেশখালি ছাড়ার পরেই পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দেয় প্রশাসন। ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’ লেখা দেওয়ালে পড়ে চুনকামের প্রলেপ। এই সময়ে উপস্থিত ছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও বসিরহাট পুলিশ জেলার এসপি। মাঠ ফিরিয়ে ফুটবল খেলেন বিধায়ক, হল বৃক্ষরোপণও।
আরও পড়ুন:ছাতিফাটা গরম, পথচারীদের পানীয় জল খাইয়ে প্রচার সুজাতার, শিবমন্দিরে দিলেন পুজোও