কলকাতা: অভিষেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দুকে পাল্টা নিশানা কুণাল ঘোষের। কাচের ঘরে থেকে অন্যকে পাথর ছোড়া উচিত নয়। 'ইডি-সিবিআইকে বারবার বাংলায় পাঠিয়ে কেন মানুষের করের টাকা নষ্ট করছে কেন্দ্র? জবাব দিতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ? কেন বিরোধী দলনেতার প্রভুরা বিরোধীদের উপর নজরদারি করতে পেগাসাস কিনেছিল? ব্যাখ্য়া আছে বিরোধী দলনেতার কাছে?', শুভেন্দুকে নিশানা করে ট্যুইট কুণাল ঘোষের (Kunal Ghosh)।


প্রসঙ্গত, অভিষেকের নিরাপত্তার বহর নিয়ে ফের প্রশ্ন শুভেন্দুর। ‘নবজোয়ারের নিরাপত্তায় দিনে ১ কোটি টাকা খরচ। থানা ফাঁকা করে নবজোয়ারের নিরাপত্তায় মোতায়েন পুলিশ। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির মধ্যে কীভাবে থানা ফাঁকা?’ প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন,'প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এটাকেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকলে ভুল ভাবছেন।'


তিনি আরও বলেন, 'ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মী মোতায়েন। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাতার অবনতি হচ্ছে। গতমাসেই বিস্ফোরণে মহিলা-শিশু সহ  বহু প্রাণহানি হয়েছে। রাজনৈতিক খুন সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে।'


তিনি আরও বলেন,'দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি, একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ। স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তাঁদের অগ্রাধিকার শুধুমাত্র একজনের নিরাপত্তা। শেষপর্যন্ত বাংলার মানুষ নিরাপত্তাহীন, চরম কিছু ঘটার অপেক্ষা করছেন', ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


সম্প্রতি ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার দায় ইতিমধ্যেই বিজেপির দিকে ঠেলেছে তৃণমূল। যদিও এনিয়ে সম্প্রতি দিলীপ ঘোষ বলেছিলেন, 'হিংসার আশ্রয় নিয়ে আন্দোলনকে কেউ সমর্থন করে না। আমরা নিন্দা করি। কিন্তু দুই দিন আগেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা দিলীপ ঘোষের বাড়ি আক্রমণ করুন, আমি সবরকম সহযোগিতা করব। তখন মজা লাগছিল না নাকি কুড়মিদের ক্ষেপাতে।আরে আমি জঙ্গলমহলের ছেলে। আমি জানি কে আছে না আছে, ওখানে। উনি তো কালীঘাটের ছেলে, উনি কী করে বুঝবেন, কুরমিরা কী খায়, কী করে থাকে।'