নয়া দিল্লি: ইন্টারনেটে স্বাস্থ্য সম্পর্কিত অনেক তথ্যই দেওয়া হয়ে থাকে। অনেক ঘরোয়া প্রতিকার শেয়ার করা হয় বা কিছু টিপস বলা হয়। এমনই একটি তথ্য বহু বছর ধরে ইন্টারনেটে শেয়ার করা হচ্ছে যে কেউ যদি ওষুধ খাওয়ার পর আঙুর খান তাহলে তার মৃত্যু হতে পারে। এমন পরিস্থিতিতে চলুন আজ জেনে নেওয়া যাক এই বিষয়টি নিয়ে কতটা সত্যতা রয়েছে? ওষুধ খেয়ে আঙুর খেলে মানুষ মারা যেতে পারে কি না! 



ইন্টারনেটে যে তথ্যগুলি শেয়ার করা হয়েছে তাতে দাবি করা হয়েছে যে কেউ যদি ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আঙুর খান তবে সমস্যা হতে পারে। এমনকি আঙুর এমনভাবে প্রতিক্রিয়া করে যে কখনও কখনও একজন ব্যক্তির মৃত্যু হতে পারে। এমন অবস্থায় ওষুধ খাওয়ার পর আঙুর খাওয়া উচিত নয়, না হলে অসুবিধা হতে পারে।



ওয়েবসাইটগুলিও এই ভাইরাল ফ্যাক্ট-চেক করেছে, যাতে দেখা গেছে এই সত্যটি একেবারেই ভুল। এমন কোনো কারণ নেই, যার কারণে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আঙুর খেলে মানুষ মারা যেতে পারে। এই বিষয়ে, অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞও বলেছেন যে এটি ঘটে না, তবে কিছু ওষুধ রয়েছে যা আঙ্গুরের সাথে প্রতিক্রিয়া করে। কিন্তু এর মানে এই নয় যে এর কারণে একজন মানুষ মারা যায়। এখন পর্যন্ত এরকম কিছুই সামনে আসেনি।                                   


 


আঙুরের উপকারিতাও বহু। সুস্বাদু এই ফল দিয়েই অনেক রকমের খাবারই তৈরি করা যায়। সবুজ-কালো-লাল রসালো এই ফলটিতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, খনিজ ও ভিটামিন। কিন্তু এই ফলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা কিছু মানুষের জন্য ক্ষতিকর। অতিরিক্ত আঙুর খাওয়াও নিরাপদ নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।


বিশেষজ্ঞদের মতে, আঙুরের মধ্যে গ্রেপস অ্যালকোহল থাকে। যার ফলে পেটের নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পেট খারাপ বা আন্ত্রিকের সমস্যা হলে আঙুর না খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।