কলকাতা: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরাজয় নিয়েও এবার বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটের ময়দানে মুখোমুখি লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কড়া টক্কর শেষে সামান্য ভোটে জিতে নন্দীগ্রামের বিধায়ক হয়েছেন শুভেন্দু। সেই ভোটগণনা নিয়ে বিস্তর কারচুপির অভিযোগ এনেছে তৃণমূল। এবার সেই নির্বাচনের দায়িত্বে থাকা দলের নেতাদের কাঠগড়ায় তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কুণালের তোপ:
তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'যাঁরা সিনিয়র-জুনিয়র জ্ঞান দিতে আসছেন, তাঁদের মুখে শুভেন্দুর বিরুদ্ধে কোনও কথা শোনা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাঁদের নন্দীগ্রামে নির্বাচন জিততে পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ জনতার দরবারে তাঁরা বিক্রি করতে পারেন না। কারা ছিলেন নির্বাচনের দায়িত্বে, কেন পর্যালোচনা হল না? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী সেখানে শুভেন্দুর কারচুপি কাজ করবে কেন?' এর সঙ্গে তাঁর সংযোজন, 'নন্দীগ্রামে যারা দলকে পিছিয়ে দিয়েছেন, তাঁরা আজ অভিষেককে পিছিয়ে যাওয়ার কথা বলছেন!'
এদিন আরও একটি প্রসঙ্গে দলের নেতাদের কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতা ও অভিষেককে নিশানা করলেও দলের কিছু নেতা উপযুক্ত জবাব দেন না। তাঁর তোপ, 'শুভেন্দু ও বিজেপির কিছু নেতা কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও অভিষেককে (Abhishek Banerjee) আক্রমণ করছেন। আমাদের কয়েকজন সিনিয়র নেতা, যাঁরা মন্ত্রিত্বে আছেন, তাঁরা পাল্টা আক্রমণ করছেন না। তাঁরা কেন ভাল সেজে থাকছেন, গোলগোল বক্তৃতা করছেন? কেন তাঁরা শুভেন্দুকে পাল্টা চোর বলবেন না? আমরা কয়েকজন আক্রমণ করছি, বাকি নেতারা কী করছেন?' তাঁর আরও প্রশ্ন, 'যাঁরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন তাঁরা কী করছেন? তাঁরা কেন শুভেন্দু বা বিজেপিকে চোর বলছেন না? সরকারের সব সুবিধা নেব, একাধিক পদ নিয়ে বসে থাকব, আর গোলগোল বক্তৃতা করব, সেটা হবে না।'
প্রতিষ্ঠা দিবসে একটি মন্তব্য করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলায় আলোচনায় থাকে।'