কলকাতা: ফের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে গোপাল দলপতির নাম। যদিও তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) বিষয়ে মুখে কুলুপ কুন্তলের। এদিন তিনি বলেন, 'কোটি কোটি টাকা নিয়েছেন গোপাল দলপতি। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কিছু বলতে পারব না।’ শান্তনুর কথায় চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথাও অস্বীকার। তাপস মণ্ডলের সঙ্গে শান্তনুর আলাপ করিয়ে দেওয়ার কথাও অস্বীকার কুন্তলের।
কুন্তল ঘোষের মুখে গোপাল দলপতি: যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে ফের শোনা গেল গোপাল দলপতির নাম। নিয়োগ দুর্নীতিতে গোপাল জড়িত বলে এর আগেও দাবি করেছিলেন কুন্তল ঘোষ। যদিও তৃণমূল নেতা (TMC Leader) শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কুন্তল। তাঁর অভিযোগ, 'কোটি কোটি টাকা নিয়েছেন গোপাল দলপতি। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কিছু বলতে পারব না।' শুধু তাই নয়, শান্তনু বন্দ্যোপাধ্য়য়ারে সঙ্গে কোনওরকম যোগাযোগও অস্বীকার করেছেন কুন্তল ঘোষ। শান্তনুর কথায় চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথাও অস্বীকার করেছেন তিনি।তাপস মণ্ডলের সঙ্গে শান্তনুর আলাপ করিয়ে দেওয়ার কথাও অস্বীকার তাঁর।
শান্তনু-কুন্তল-তাপসের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি ইডির (ED)। বেআইনি চাকরির গ্যারান্টার হয়েছিলেন শান্তনু। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কুন্তলকে টাকা দেন তাপস। শান্তনুর প্রভাব খাটিয়েই চাকরি দেওয়ায় নামে টাকা নেন কুন্তল। চাকরির নামে তোলা টাকার মোটা অঙ্কের ভাগ পেয়েছেন কুন্তল, দাবি ইডির। নিয়োগ-দুর্নীতির- (Recruitment Scam) মামলায় আজ ফের তলব হুগলির (Hooghly) তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। শান্তনুর বাড়ি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা উদ্ধার। মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড ছাড়াও অন্যান্য তথ্য। তৃণমূল নেতা শান্তনুর বাড়িতে কেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর তালিকা ও অ্যাডমিট কার্ড? জানতে ফের শান্তনুকে তলব করল ইডি, খবরের সূত্র। হুগলিতে খোঁজ মিলেছে শান্তনুর একটি রেস্তোরাঁর, খবর সূত্রের। খতিয়ে দেখা হচ্ছে শান্তনু ও তাঁর আত্মীয়দের সম্পত্তির খতিয়ান। কুন্তল ও তাপসকে কীভাবে চিনতেন শান্তনু? চাকরি বিক্রির নামে কত টাকার লেনদেন? জানতে আজ কুন্তলের মুখোমুখি বসানো হতে পারে শান্তনুকে।
আরও পড়ুন: Nadia Accident: বাইকের সঙ্গে বাইকের সংঘর্ষ নদিয়ায়, দুর্ঘটনায় আহত ৬