উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, কার্শিয়াং : বৃহস্পতিবার এরাজ্যের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে জে পি নাড্ডা বলেছিলেন, পৃথক রাজ্যের দাবি থাকলে বাইরে নয়, দলের ভিতরে কথা বলুন। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের বঙ্গভঙ্গের দাবিতে সরব হলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। গতকাল নাড্ডার সঙ্গে বৈঠকের আগেও, একই দাবি শোনা গেছিল তাঁর মুখে। বারবার বঙ্গভঙ্গের দাবি তোলা নিয়ে, বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।


জে পি নাড্ডার বার্তার পরও বাংলা ভাগের দাবিতে অনড় কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। শুক্রবার বিধানসভা চত্বরে দাঁড়িয়েও ফের এই দাবিতে সুর চড়ালেন তিনি। কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, আমি এখনও বাংলা ভাগের পক্ষে। আমি মনে করি, আমার বিধানসভার মানুষের এটাই দাবি। এই দাবিকে সামনে রেখেই আমরা ভোটে জিতে এসেছি। আমার দলের এটাই সেদিন স্লোগান ছিল। এটা কোনও অসাংবিধানিক দাবি না।


বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করতে ঢোকার মুখে, বাংলা ভাগের দাবি তোলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেছিলেন, যেভাবে হোক রাজ্য ভাগ করে দেখাব... তরিকা ক্যায়া হ্যায় পাতা নেহি হ্যায়। বাংলা বুঝি না। আমরা আলাদা রাজ্য চাই।


বিজেপি সূত্রে দাবি, সেই বৈঠকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি, রাজ্য বিজেপির নেতাদের উদ্দেশে বার্তা দেন, পৃথক রাজ্যের দাবি থাকলে বাইরে নয়, দলের ভিতরে কথা বলুন। যে কোনও বিষয়ে বিজেপির নীতিগত অবস্থান রয়েছে। যা হবে, দলের নীতি অনুযায়ীই হবে। তাই যাঁর যা দাবি আছে, দলের ভিতরে বলুন। আলোচনার মাধ্যমে দল নীতি নির্ধারণ করবে। সেই নীতি অনুযায়ী দলগত ভাবে এগোনো হবে। জনপ্রতিনিধিরা বিচ্ছিন্ন ভাবে মুখ খুলবেন না। পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে ব্যক্তিগত মতামত নিয়ে বাইরে মুখ খুলবেন না। 


কিন্তু, তার ২৪ ঘণ্টা কাটার আগেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বুঝিয়ে দিলেন, বঙ্গভঙ্গের দাবিতে তিনি অনড়। বলেন, আমি বিধানসভায় দাড়িয়ে এই কথা বলেছি। রাজ্য ও কেন্দ্র দুজনকেই বলা। নাড্ডার বৈঠকে আমি ছিলাম। উনি কি বলেছেন আমি জানি। কিন্তু আমি আমার দাবি থাকে সারছি না।


যদিও মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, ওনার ব্যক্তিগত মত। দল বঙ্গভঙ্গ চায় না।


এনিয়ে পরিষদীয়মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমাদের প্রিয় নেত্রী বলেছেন, আমাদের গুলি করে মারলেও বাংলা ভাগ করতে দেব না।


এবছরই মার্চ মাসে, বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনা চালাকালীন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছিলেন, এবার বিধানসভাতেই এই দাবি তুললাম। উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। এবার ফের বিধানসভা চত্বরে তাঁর মুখে শোনা গেল রাজ্যভাগের দাবি। কিন্তু, দল হিসেবে বিজেপি, এই দাবিকে সমর্থন না করলে, বিষ্ণুপ্রসাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।