পশ্চিম মেদিনীপুর: এক জন বা দু'জন নন, এক স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ২২ জন পড়ুয়া। শুধু কৃতী বললেও, তাঁদের সাফল্যকে লঘু করা হয়। কারণ ওই জন পড়ুয়াই প্রথম দশ জনের মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। প্রাপ্ত নম্বরের নিরিখে ব্যবধানও খুব বেশি নয় কারও। 


একটি স্কুল থেকে মেধাতালিকায় ২২ জন


শুক্রবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতেই সাফল্যের নিরিখে নজর কাড়ছে পশ্চিম মেদিনীপুরের পিংলার জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন। ওই স্কুলের ২২ জন পড়ুয়া প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন। 


স্কুলের তরফে যে তালিকা পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, দ্বিতীয় থেকে দশম স্থান পর্যন্ত অধিকার করে রয়েছেন ওই ছাত্রছাত্রীরা। ওই স্কুল থেকে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন এক জন করে পড়ুয়া। চতুর্থ হয়েছেন তিন জন, ষষ্ঠস্থান অধিকার করেছেন এক জন, সপ্তম তিন জন, অষ্টম ছ'জন, নবম দু'জন, দশম স্থানে রয়েছেন পাঁচ জন। 


আরও পড়ুন: WB HS Results 2022: ৫০০-তে ৪৯৮ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম কোচবিহারের অধীশা দেবশর্মা, দ্বিতীয় সায়নদীপ


ওই তালিকা অনুযায়ী, স্কুলের পড়ুয়া সায়নদীপ সামন্ত দ্বিতীয় হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় হয়েছেন পরিচয় পরি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। চতুর্থ হয়েছেন কিংশুক রায়, সৌম্যদীপ মণ্ডল এবং প্রীতম মিদ্যা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। 


দ্বিতীয় থেকে দশম স্থান পর্যন্ত একই স্কুলের ২২ জন


ওই স্কুল থেকে ষষ্ঠ হয়েছেন শ্রীকৃষ্ণ সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। পিঙ্কি খাতুন, শান্তনু পাল, প্রতীক মণ্ডল সপ্তম হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯২। অষ্টম হয়েছেন শর্মিষ্ঠা ঘড়াই, শেখ রাহুল হোসেন, সৌম্যদীপ সামন্ত, অঙ্কণ সাহু, সৈকত রায়, সাহেব দাস অধিকারী। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে রয়েছেন অমিয় শাসমল, শতস্মিত মহাপাত্র। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। দশম স্থানে রয়েছেন আকাশ ঘোষ, সৌম্যদীপ কর্ণ, শুভজিৎ শাসমল, শৈলেশ জানা এবং পবিত্র বেরা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯।