কলকাতা: বেশ কিছুদিন ধরেই চড়ছে বিতর্কের পারদ। গত রবিবার, ৫ জুন, 'চিনে বাদাম' (Cheene Baadaam) ছবি মুক্তির ঠিক পাঁচ দিন আগে ট্যুইট করে অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta) জানান যে তিনি এই ছবির সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছুক নন। কারণ হিসেবে 'ক্রিয়েটিভ ডিফারেন্স'-এর (Creative Difference) কথা উল্লেখ করেন। সেই থেকেই শুরু জল্পনা। নান তর্ক বিতর্ক। এবার যশের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা। কী বললেন?


যশের 'চিনে বাদাম' বিতর্ক


আচমকা ছবির থেকে সরে আসায় অবাক হয়েছিলেন ছবির অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা। এবিপি লাইভের তরফে তাঁকে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, 'বাকি সবাই যেখানে, আমিও ঠিক সেখানে। গতকাল আমাদের চিনে বাদাম ছবির টাইটেল ট্যাকটা মুক্তি পেয়েছিল। রাতে যশ মেসেজে আমায় লিখল, 'টাইটেল সঙ টা প্যাথেটিক হয়েছে। বেস্ট অফ লাক টু ইউ অ্যান্ড ইওর টিম।' এরপর আমি কারণ জানতে চাইলেও ও আর কোনও উত্তর দেয়নি। তারপরে সকালে এই ট্যুইট।'


এরপর একাধিক প্রতিবেদনে যশ দাশগুপ্তের বিরুদ্ধে ছবি নির্মাতাদের তরফে একাধিক অভিযোগ আনা হয়। সেখানে কোথাও দাবি করা হয় যে 'ঝাঁ চকচকে লোক' না নেওয়ায় আপত্তি ছিল যশের, কোথাও বলা হয় 'কালো ছেলে কেন সিনে নাচ' করছে সেই নিয়েও আপত্তি তুলেছিলেন যশ। এমনকী ছবির সঙ্গে যশের 'আত্মিক বন্ধন' নেই বলেও মন্তব্য করা হয়। সেই থেকেও যশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন টেলি দুনিয়ার অন্যান্য মানুষও। 


এই সব বিতর্কের মাঝে ফের মুখ খুললেন যশ দাশগুপ্ত। তিনি জানিয়েছেন তাঁর বিরুদ্ধে বলা সমস্ত বক্তব্য ভুল ও মিথ্যা। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই যশ কথা বলেছেন তাঁর আইনজীবীর সঙ্গেও। 


আরও পড়ুন: Cheene Badam Controversy: মেসেজের উত্তর না দিয়ে ট্যুইট! যশের ভোলবদলে অবাক এনা


প্রসঙ্গত, আজ ১০ জুন মুক্তি পেয়েছে 'চিনে বাদাম'। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় ও জারেক এন্টারটেনমেন্টের প্রযোজনায় এই ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন যশ দাশগুপ্ত ও এনা সাহা।