দার্জিলিং: কার্শিয়াঙের তিনধরিয়া চাবাগানে উদ্ধার চিতাবাঘ। সকালে চা বাগানে জলশূন্য ট্যাঙ্কের মধ্যে চিতাবাঘটিতে প্রথম দেখতে পান চা শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। ঘুমপাড়ানি ইঞ্জেকশন ছুড়ে কাবু করা হয় চিতাবাঘটিকে। বন দফতরের তরফে জানানো হয়েছে, চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।


হাতির তাণ্ডব: জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথে আকস্মিক মৃত্যু কেড়ে নিয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা অর্জুন দাসের প্রাণ। শুক্রবার, সেই পথ বন্ধ করে দেওয়া হল। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়িরও বন্দোবস্ত করা হয়। পুরুলিয়ার ঝালদাতেও প্রশাসনের তরফে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। 


এই পথ দিয়েই বৃহস্পতিবার বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা অর্জুন দাস।  কিন্তু, বেলাকোবা কেবলপাড়া হাইস্কুলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আর হয়নি।  দাঁতালের হানায় মৃত্যু হয় তার। শুক্রবার, দেখা গেল সেই পথই বন্ধ করে দেওয়া হয়েছে, এলাকায় চলছে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য গাড়ির বন্দোবস্ত করা হয়। 


এ দিন, মৃত পরীক্ষার্থীর বাড়িতে যান জলপাইগুড়ির জেলাশাসক ও জেলা বন আধিকারিক। ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় পরিবারের হাতে। জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু, ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হল। রাস্তা বন্ধ রাখা হচ্ছে। শিলিগুড়ি যাওয়ার রাস্তা। হাতিগুলোকে দূরে সরানোর চেষ্টা চলছে।


জেলা বন আধিকারিক জানিয়েছেন, এলাকায় ৩টি হাতি ঘুরে বেড়াচ্ছে, যতদিন না সেগুলিকে সরানো যাচ্ছে, ততদিন এই রাস্তা বন্ধই রাখা হবে। অন্যদিকে, বেশ কিছুদিন ধরেই, পুরুলিয়ার ঝালদার খামার এলাকায় হাতির তাণ্ডব চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এদিন সেখানেও, মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য ২টি গাড়ির বন্দোবস্ত করা হয়। 


এলাকাজুড়ে এখন শুধুই শোক আর হাহাকার। জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা অর্জুন দাসের পরিবারের বক্তব্য, এই ব্যবস্থাটাই যদি বৃহস্পতিবার হত, হয়ত অকালে চলে যেতে হত না ছাত্রটিকে। 


এর আগে একাধিক জায়গায় হাতির তাণ্ডবের ছবি প্রকাশ্যে এসেছে। দলছুট হাতিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে জঙ্গলে পাঠাল বন দফতর। কয়েকদিন আগে, বাঁকুড়ার সোনামুখীর দিক থেকে দামোদর পেরিয়ে পূর্ব বর্ধমানের বুদবুদে চলে আসে একটি দলছুট হাতি। চাষের জমিতে ঢুকে তছনছ করে শস্য়। এরপরই হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হয়। 


আরও পড়ুন: Haimanti Ganguly: বিতর্কে অবসান ঘটাতে, কবে সামনে আসবেন কুন্তল বর্ণিত 'রহস্যময়ী নারী'?