মুর্শিদাবাদ: সাগরদিঘি উপনির্বাচন শেষের আগেই 'হার' মানলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।


কী বলেছেন তিনি:
বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'জেতার সম্ভাবনা কম, ২ নম্বরে ছিলাম, ২ নম্বরে থাকারই সম্ভাবনা।' তাহলে কে জিতবে? 'অনেক পার্টি আছে, দেখি কে জেতে', সাগরদিঘি (Sagardighi) নিয়ে মন্তব্য দিলীপের। বিকেল ৫টা পর্যন্ত সাগরদিঘিতে ভোট পড়ল প্রায় ৭৪ শতাংশ।


উপনির্বাচন :
দিনভর সাগরদিঘি উপ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই ৭৫ নম্বর সাহেবনগর টিকটিকিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ নম্বর বুথের বাইরে জমায়েত হয়। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বারালার অলঙ্কার প্রাথমিক বিদ্যালয়ের ২১৩ নম্বর বুথের পোলিং এজেন্ট শ্রীকান্ত হাজরা নিখোঁজ। পুলিশ তাঁকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ জানিয়ে সাগরদিঘি থানায় গেলেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা। 


নির্বাচন কমিশনের কড়া বার্তা:
সাগরদিঘি উপনির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। ভোট চলাকালীন বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বরদাস্ত নয়। বিভিন্ন জায়গায় জমায়েতের খবর মিলছে। ৫৪ নম্বর বুথে জমায়েতের খবর এসেছে বলে জানাল নির্বাচন কমিশন। হাজি জুবেদ আলি বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত হঠায় পুলিশ। এরপরই কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। 


সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা। কংগ্রেস দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা। সাগরদিঘি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে।  উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। উপনির্বাচন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম। নজরদারি চালাতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকবে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। ২ মার্চ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। 


আরও পড়ুন: অ্যাডিনো আতঙ্কের মধ্যেই বেড সঙ্কট, শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক স্বাস্থ্য ভবনে