কলকাতা: বিজেপি (BJP) ক্ষমতায় এলে বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দাবি অমিত শাহের (Amit Shah)। শুধু তাই নয়, একইসঙ্গে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি। 


কী আশ্বাস অমিত শাহর? 


২০২১ সালের বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ঘোষণা করেছিল তৃণমূল। আর ২০২৪-এর লোকসভা নির্বাচন পর্বে এই লক্ষ্মীর ভাণ্ডারই প্রচারের কেন্দ্রবিন্দুতে। এদিন বাংলার দুই লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারে যান অমিত শাহ। উলুবেড়িয়ার সভা থেকে এদিন তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে। বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও ১০০ টাকা বাড়াবে।''


মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ফ্ল্য়াগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বিশেষজ্ঞরা বলেন, গত বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত ভোট, তৃণমূলের ঝুলি ভরিয়ে দিয়েছিল এই প্রকল্প। এবার কি লোকসভা নির্বাচনে বিজেপিও মহিলা ভোট টানতে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে? এর আগে গতবছর ২৯ জুন লক্ষ্মীর ভাণ্ডার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ২ হাজার টাকা করে দেওয়া হবে।'' এবছর ১৩ এপ্রিল অবশ্য শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে দেব।'' অন্যদিকে, ২০২২ সালের ২৬ নভেম্বর সুকান্ত মজুমদার আশ্বাস দিয়ে বলেছিলেন, "বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ২ হাজার টাকা করে দেওয়া হবে মা-বোনেদের।''                


সুর চড়িয়েছে তৃণমূল: লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির কোনও একজন নেতা বলেছে, তিনমাস পর রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। সাহস থাকলে হাত দিয়ে দেখাও, ওটা তোমার পয়সা নয়। লক্ষ্মীর ভাণ্ডার চলবে শুধু নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন।' বিজেপিকে আক্রমণ করে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 'বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। তৃণমূল নয়, কোচবিহারে বিজেপির এক নেত্রীই একথা বলেছেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Weather Update: স্বস্তির দিন শেষ রাজ্যবাসীর! ফের চড়বে তাপমাত্রার পারদ