কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে এবার রাজভবন থেকে সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা পুলিশ। রাজভবনের OC-কে সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার ওই চিঠি পাঠানো হয় কলকাতা পুলিশের তরফে। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে লালবাজারের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সিসিটিভ ফুটেজ চেয়ে পাঠিয়ে তারাই রাজভবনকে চিঠি দিয়েছে। (Kolkata Raj Bhavan)
শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ চিঠি দেওয়া হয় রাজভবনের OC-কে। রাজভবনের সিসিটিভি ফুটেজ অনুসন্ধানকারীদের হাতে তুলে দিতে বলা হয়েছে। শনিবারের মধ্যেই বিষয়টি রাজভবনকে জানাবেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত OC. লালবাজার সূত্রে খবর, রাজ্যপাল দু'দিনে, দু'বার তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারিণী। ওই দু'দিনে ঠিক ঘটেছিল, সে ব্যাপারে সম্যক ধারণা পেতেই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। (CV Ananda Bose)
রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। প্রথমে ২৪ এপ্রিল, তার পর বৃহস্পতিবার, রাজভবনে দু'বার তাঁর শ্লীলতাহানি হয়েছে বলে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অন্য় দিকে, রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বিবৃতি জারি করে জানিয়েছেন, সাজানো গল্পের সামনে মাথা নত করবেন না তিনি। বাংলার দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর লড়াই থামানো যাবে না।
রাজভবনের তরফে দাবি করা হয়েছে যে, যখন থেকে রাজ্য়পাল ময়দানে নেমে গুন্ডাদের চ্য়ালেঞ্জ করতে শুরু করেছেন, সেই থেকেই তাঁর বিরুদ্ধে হুমকির পর হুমকি এবং আজব অভিযোগ তোলা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, যেহেতু রাজ্য়পালের সাংবিধানিক রক্ষাকবচ রয়েছে, তাই তাঁর বিরুদ্ধে মামলা শুরু করা যাচ্ছে না। বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিংবা রাষ্ট্রপতির কাছে জানানো যায় কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই আবহেই এবার রাজভবনের কাছ থেকে ওই দু'দিনের সিসিটিভি ফুটেজ চাওয়া হল।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, "আমার কাছে একটা নয়, হাজারটা ঘটনা সামনে এসেছে। কোনও দিন কোনও কথা বলিনি। কিন্তু মেয়েটির কান্না আমার হৃদয়কে বিঁধেছে।" যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি-র দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাষ্ট্রবিরোধী শক্তি এই ঘটনার নেপথ্যে কাজ করছে।