সুনীত হালদার হাওড়া: সকাল থেকে লঞ্চ পরিষেবা বন্ধ থাকলেও বিকেল বেলায় হাওড়া ফেরিঘাটে চালু হয়ে গিয়েছে লঞ্চ পরিষেবা (Howrah Ferry Ghat)। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে পরিবহণ দফতরের (Transport Department) উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে।
হাওড়া ফেরিঘাটে কোন কোন রুট খুলল, কোনগুলি বন্ধ ?
জানা গিয়েছে, আপাতত চারটি লঞ্চ চলবে হাওড়া থেকে বাবুঘাট, শোভাবাজার, বাগবাজার ও আহিড়িটোলা রুটে। বন্ধ থাকছে ফেয়ারলি ও আর্মেনিয়াম রুটের পরিষেবা। খুব দ্রুত এই রুটে চালু করা হবে লঞ্চ পরিষেবা। জানান, হুগলী নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুলাল ভট্টাচার্য। উল্লেখ্য, রক্ষণাবেক্ষনের কারণ দেখিয়ে আজ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত হুগলী নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির অধীনে হাওড়া ফেরিঘাট থেকে ফেরি পরিষেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ।আচমকা পরিষেবা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন বহু যাত্রী।
মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা তৈরি হয়েছিল হাওড়া ফেরিঘাটে
মূলত ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত কলকাতা থেকে হাওড়া ফেরি সার্ভিস বন্ধ থাকবে। কর্তৃপক্ষের তরফে দেওয়া এমনই নোটিস ঘিরে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা তৈরি হয়েছিল হাওড়া ফেরিঘাটে। যাত্রীদের দাবি, আগাম কোনওকিছু না জানিয়ে এই নোটিস দেওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন তাঁরা।
হাওড়া থেকে কলকাতায় আসার জন্য় অন্য়তম বড় ভরসা ফেরি পরিষেবা
হাওড়া থেকে কলকাতায় আসার জন্য় নিত্য়যাত্রীদের অন্য়তম বড় ভরসা ফেরি পরিষেবা। হাওড়া ফেরিঘাট থেকে বাগবাজার, আহিরিটোলা, ফেয়ারলি প্লেস, আর্মেনিয়ান ঘাট, ও বাবুঘাটের মধ্য়ে প্রতিদিন অসংখ্য় লঞ্চ চলাচল করে। প্রায় ২৫ হাজার নিত্য়যাত্রী প্রত্য়েক দিন লঞ্চে যাতায়াত করেন। এমনই একজন অমল সরকার। জানালেন, রোজই লঞ্চে যাতায়াত করেন। কালও করেছেন। কিন্তু জানতেনই না মঙ্গল থেকে রবি লঞ্চ বন্ধ।
আরও পড়ুন, 'খুনি TMC-র সঙ্গে জোট নয়', I.N.D.I.A জোটের বৈঠকের দিনেই কুলপিতে হুঙ্কার কংগ্রেসের
নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কী দাবি ?
যদিও ফেরি পরিষেবার দায়িত্বে থাকা হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির দাবি, পরিষেবা বন্ধ রাখার কথা আগাম জানানো হয়েছিল। 'আমরা অনেক আগে থেকেই পেপারে দিয়েছিলাম। আমাদের স্য়ার পুরো চেষ্টা করছিল যে লঞ্চগুলো আমরা পেয়ে যাব। পরিবহণ মন্ত্রী বলেছিলেন এখানে ১৫টা লঞ্চ দেওয়া হবে। কোনও কারণে এটা হয়নি। তাই রক্ষণাবেক্ষণের জন্য় অন্তত ৪টে দিন সার্ভিস স্থগিত রেখেছি। '