ওই বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: বাংলায় রাষ্ট্রপতিশাসনের (President's Rule in West Bengal) দাবি নিয়ে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে বিজেপি (BJP) প্রভাবিত সংগঠন। সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে বাংলার ৩০টি পরিবারের সদস্যদের। প্রত্যকেই ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার বলে দাবি বিজেপির। রাষ্ট্রপতির পাশাপাশি রাষ্ট্রপতিশাসন জারির দাবি জানানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও। 


বাংলায় রাষ্ট্রপতিশাসনের দাবি নিয়ে দিল্লি যাচ্ছে লইয়ার্স ফর জাস্টিস


আর অত্যন্ত তাত্‍পর্যপূর্ণভাবে বিজেপি প্রভাবিত এই সংগঠনের জোড়া কর্মসূচির সময় দিল্লিতেই থাকবেন মুখ্যমন্ত্রী। বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে নিজেদের কর্মসূচির কথা ঘোষণা করে বিজেপি প্রভাবিত লইয়ার্স ফর জাস্টিসের (Lawyers for Justice) আহ্বায়ক, বিজেপি নেতা কবীরশঙ্কর বসু। সংগঠনের দাবি, ২৯ এপ্রিল বেলা ১২টায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার ৩০টি পরিবারের সদস্যরা। 


ওই দিনই রাত ৯টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের। একইদিনে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মোমবাতি মিছিলও হবে। কবীরশঙ্কর বলেন, "আমরা রাষ্ট্রপতিশাসনের দাবি জানাব। রাজ্য়ের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।" 


আরও পড়ুন: Mamata Banerjee : বীরভূম থেকে অধিকারী-গড় পূর্ব মেদিনীপুর, কোন জেলার জন্য কী বার্তা মমতার ?


ঘটনাচক্রে ২৯ এপ্রিলই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০ এপ্রিল বিজ্ঞানভবনে কেন্দ্রীয় আইনমন্ত্রকের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুইয়ের মধ্যে সংযোগ রয়েছে কিনা জানতে চাইলে কবীরশঙ্কর বলেন, "না না, এটা নেহাতই কোইন্সিডেন্স।আমাদের কর্মসূচি অনেক আগেই নেওয়া।"


বগটুই, হাঁসখালি, ঝালদা, একের পর এক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে বিজেপি।  হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায়, রাজ্যে রাষ্ট্রপতিশাসন জারির সুপারিশও করেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।  এই প্রেক্ষাপটে এবার সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা এবং সরাসরি তাঁর কাছে রাজ্যের আইনশৃঙ্খলা অভিযোগ করে তৃণমূলের ওপর চাপ বাড়াতে চাইছে বিজেপি। 


রাজ্যের বদনাম করার চেষ্টা, অভিযোগ কুণালের


পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে রাজ্যের শাসকদলও। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "দিল্লিতে গিয়ে রাজ্যের বদনাম করা, রাজনীতি করা, বিজেপি, সিপিএম,কংগ্রেস এসব করছে। প্রচারের আলোয় আসার চেষ্টা। ক্ষমতা থাকলে ৩৫৬ করে দেখাক। ২৫০ আসন পাবে তৃণমূল।" ২৯ তারিখ মোমবাতি মিছিলের পর রাজ্যে ভোটপরবর্তী হিংসার বিভিন্ন ছবি নিয়ে একটি প্রদর্শনীও করার কথা রয়েছে ওই সংগঠনের।