ঝিলম করঞ্জাই, কলকাতা: আপাতত খানিক স্বস্তি। প্রখ্যাত কার্টুনিস্ট (Cartoonist) নারায়ণ দেবনাথের (Narayan Debnath) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এমনটাই তাঁর হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের তরফে জানানো হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রখ্যাত শিল্পী। টানা তিন দিন ধরে তিনি রয়েছেন ভেন্টিলেশনে (ventilation)। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় রবিবার রাতে তাঁকে ২ ইউনিট রক্ত দেওয়া হয়। ভেন্টিলেটরি সাপোর্টে শরীরের অন্যান্য প্যারামিটার স্থিতিশীল রয়েছে। শারীরিক দুর্বলতা থাকলেও ৯৬ বছরের নারায়ণ দেবনাথ সজাগ রয়েছেন। তিনি চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন বলেও হাসপাতাল সূত্রে খবর।


কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নারায়ণবাবু। বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন নারায়ণবাবু। হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয় তাঁকে। মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা গত বৃহস্পতিবার তাঁকে দেখতেও যান হাসপাতালে। সেখানে অরূপের কাছ থেকে নারায়ণবাবুর স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।


আরও পড়ুন: 8/12 Release Date: ঘোষণা হল মুক্তির তারিখ, ২৬ জানুয়ারি আসছে '৮/১২'


নারায়ণবাবুর চিকিৎসায় হাসপাতালের তরফে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে। শনিবার স্বাস্থ্যের অবনতি হলে প্রবীণ শিল্পীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।


এর আগে, গত বৃহস্পতিবার হাসপাতালের শয্যাতেই শিল্পীর হাতে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয়। ২০২১ সালে ‘পদ্মশ্রী’ প্রাপকদের তালিকায় নাম ওঠে নারায়ণবাবুর। শারীরিক অসুস্থতার জেরে দিল্লিতে সম্মান নিতে যেতে পারেননি শিল্পী। প্রথমে কেন্দ্র জানায়, নারায়ণবাবুর বাড়ির সদস্যদের দিল্লি গিয়ে ‘পদ্মশ্রী’ সম্মান সংগ্রহ করতে হবে। তার পর বলা হয়, বাড়িতেই পৌঁছে দেওয়া হবে সম্মান।


সেই নিয়ে টালবাহানায় কয়েক মাস কেটে গেলেও সম্মান হাতে পাননি নারায়ণবাবু। কবে হাতে সম্মান পাবেন তিনি, সে নিয়ে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি ধনখড়ও। বরং রাজভবন থেকে শিল্পীর বাড়িতে ৫ লক্ষ টাকার চেক পৌঁছে দেওয়া হয়। এত দিন পর শয্যাশায়ী অবস্থায় সেই সম্মান তুলে দেওয়া হয় নারায়ণবাবুর হাতে।